কোভিড পরিস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৭৩জন বন্দির মুক্তি ঘোষণা সরকারের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কভিড অতিমারি পরিস্থিতিতে মানবিকতার কথা বিচার করে রাজ্য সরকার আরও এক দফায় বিভিন্ন সংশোধনাগারে বন্দি প্রবীণ ৭৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই ৭৩জনের মধ্যে ৬৬জন পুরুষ ও ৭জন মহিলা। পুরুষ বন্দিদের বয়স ৬০ বছর পেরিয়ে গিয়েছে। মহিলারা তো আরও বেশি। তাঁদের বয়স পেরিয়ে গিয়েছে ৭৫ বছর। তাই মানবিক কারনেই এদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য এর আগে গত ২ আগস্ট রাজ্য সরকার একই কারণে ৬৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্তর মুক্তির কথা ঘোষণা করেছিল।
জালিয়াতি রুখতে নয়া দাওয়াই মমতার, নজরে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প
মূলত, বন্দিদের বয়স ও ভাল ব্যবহার দেখে ১৪ বছর জেল খেটে ফেলা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের বাছাই করেছে রাজ্য সরকার। এরপর নির্দিষ্ট নিয়ম মেনে ওই বন্দিদের মুক্তি দেওয়া হবে। এতে কোভিডের হাত থেকেও তাঁরা কিছুটা সুরক্ষা পাবেন বলেই মনে করা হচ্ছে।
দেশে কোভিড হানা দেওয়ার পর থেকেই বিশেষজ্ঞরা দেশের সংশোধনাগারে থাকা বন্দিদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছিলেন। কোভিড ঠেকানোর মূল অস্ত্র দূরত্ববিধি মেনে চলা। যা এদেশের সংশোধানাগারে সম্ভব নয়। তাই বন্দিদের মুক্তি দেওয়ার ক্ষেত্রেই জোর দিচ্ছিলেন তাঁরা।
পরে এই বিষয়ে সুপ্রিম কোর্টে এক জনস্বার্থ মামলায় দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল বড় অপরাধে সাজাপ্রাপ্ত নন এমন বন্দিদের সাময়িক জামিন দিতে