করোনা মোকাবিলায় এবার পাড়ায়-পাড়ায় কমিউনিটি হল গুলিকে সেফহোমে রূপান্তরিত করার ভাবনা সরকারের
দ্য কোয়ারি ওয়েবেডস্কঃ বাংলায় করোনা কিছুতেই পিছু ছাড়ছে না। এই অবস্থায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পাড়ায় পাড়ায় থাকা কমিউনিটি হলগুলিকে এবার সেভহোমে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
আসলে সম্প্রতিক সময়ে যে হারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে তাতে কোনো সরকারি পরিকাঠামোয় পর্যাপ্ত নয়। তবে নতুন সরকার ক্ষমতায় এসে করোনা মোকাবিলাকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছে। কাজেই মানুষের এই প্রধান সংকটে পাশে থাকতে ক্লাব এবং পাড়ার কমিউনিটি হলের পরিকাঠামোকে কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার।
আগামী নির্বাচনে নতুন ফ্রন্ট্রের মুখ মমতা!
করোনায় যাদের মৃদু উপসর্গ রয়েছে তারা প্রধানত এখন বাড়িতেই থাকছে। এমতাবস্থায় যদি কারোর শ্বাসকষ্ট শুরু হয় বা অবস্থার অবনতি হয় সেক্ষেত্রে এখানে রেখে তাদের চিকিৎসা করা হবে। সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে এলাকার চিকিৎসকদের দিয়ে একটা টিম তৈরি করে এই সেফ হোম গুলি নজরদারির কাজ করা।
পাশাপাশি এখানে অক্সিজেনের ব্যবস্থাও রাখা হচ্ছে। তবে যদি দেখা যায় রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক সেক্ষেত্রে হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয়েছে। আসলেই প্রতিদিন যেভাবে করোনা রোগীর সংখ্যা বাড়ছে তাতে হাসপাতালের বেড কমছে।
এমতাবস্তায় ক্লাব ও কমিউনিটি হল গুলিকে ব্যবহার করে মানুষকে পরিষেবা দিতে চাইছে রাজ্য। সবচেয়ে বড় কথা অসুস্থ হওয়া রোগী যদি বাড়ির পাশের কমিউনিটি হলে থাকে তাহলে পরিবারের লোকেরাও তাদের খবর পাবে।
স্বাস্থ্য দফতরের এক কর্তার কথায়, আপাতত দুই 24 পরগনা, হুগলি, হাওড়া ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় যেখানে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে, সেখানে এই ব্যবস্থা থাকছে। রাজ্য সরকারের তরফে খবর, এই মুহূর্তে রাজ্যের ২০০টি সেফহোম থাকলেও প্রত্যন্ত এলাকাগুলিতে এ ধরনের পরিকাঠামো খুব জরুরী। আর তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।