করোনা সংক্রমণ রুখতে রাজ্যের ১০ জায়গা সিল করতে চলেছে সরকার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রুখতে রাজ্যের অন্তত ১০টি জায়গায় সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা একথা জানিয়েছেন। তবে কোন কোন জায়গা সম্পূর্ণ লকডাউন বা সিল হতে চলেছে তা জানায়নি প্রশাসন।
প্রাথমিক ভাবে অনুমান, ইতিমধ্যে করোনার হটস্পট বলে চিহ্নিত পশ্চিমবঙ্গের ৭টি জায়গার সঙ্গে সিল হতে চলেছে আরও কিছু এলাকা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই সব এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোনো কঠোরভাবে নিষিদ্ধ। চিকিৎসা পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সমস্ত পরিষেবা। বন্ধ থাকবে সমস্ত দোকান- বাজার।
খাবারদাবার সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বাড়িতে পৌঁছে দেবে প্রশাসন। বাইরে থেকেও এই সব এলাকায় ঢুকতে পারবেন না কেউ। অত্যন্ত জরুরি কোনও কারণে ঢুকতে হলে প্রশাসনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। নইলে মহামারি আইনে দায়ের হবে মামলা।
নবান্ন সূত্রে খবর যে সাতটি জায়গা ইতিমধ্যেই হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে তারমধ্যে কলকাতা, হাওড়া, হলদিয়া, কালিম্পঙ, এগরা, তেহট্ট রয়েছে। এদিন মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ১২। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫।