কৃষি আইন প্রত্যাহারের পথে হাঁটতে রাজি নয় সরকার, সাফ বার্তা রাজনাথের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দুই সপ্তাহের অধিক সময় ধরে দিল্লি সীমান্তে আন্দোলনে শামিল হয়েছেন কয়েক লক্ষ কৃষক। সোমবার আন্দোলনকে আরও বৃহত্তর করতে অনশনে বসেছেন কৃষক ইউনিয়নের নেতারা। কিন্তু কৃষক আন্দোলন গতি পেলেও আইন প্রত্যাহার হবে না বলে সাফ বার্তা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের।
দেশের কৃষিক্ষেত্রকে পিছিয়ে দেওয়ার মতো এই আইন করা হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে সুর মিলিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই আইন কৃষক বিরোধী নয়। নতুন আইনে কৃষকদের স্বার্থরক্ষা হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, সেপ্টেম্বরে পাশ হওয়া নতুন আইন মধ্যস্থতাকারীদের সরিয়ে দেশের যে কোনও জায়গায় কৃষকদের শস্য বিক্রি করতে সাহায্য করবে। করোনাকালে কৃষিক্ষেত্রে প্রভাব পড়েনি। বরং অনেক ভালো সড়া মিলেছে। উৎপাদন বেড়েছে এবং শস্যের মজুত বেড়েছে বলে দাবী করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
কৃষকদের সঙ্গে আলোচনায় সর্বদা রাজি সরকার দাবী করেন তিনি। কৃষকদের সাহায্য করতে মোদি সরকার সর্ব্দা প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/firhad-hakim-called-jitendra-tiwari-will-meet-tomorrow/
এর আগে একাধিকবার কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। কিন্তু কোনও লাভ না হওয়ায় বৈঠকে মাঠে নামেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু সেবারের বৈঠকে কোনও সমাধানসূত্র বের হয়নি।
বরং কেন্দ্রের পাঠানো প্রস্তাবের বিরোধিতা করে বৃহত্তর আন্দোলনের ডাক দেন কৃষকরা। দেশজুড়ে কৃষক সংগঠনগুলিকে অনশনের আহ্বান জানান তাঁরা। কিন্তু সুরাহা কবে মিলবে সে বিষয়ে ধোঁয়াশা এখনও দুর হয়নি।