রাজ্যের জলাভূমি সংরক্ষণে বাড়তি নজর সরকারের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার পূর্ব কলকাতা জলাভূমি সংরক্ষণে জলাভূমি ব্যবস্থাপনা প্রকল্প হাতে নিয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতায় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে আজ এক অনুষ্ঠান সংগঠিত হয়। সেখানেই পরিবেশ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর রত্না দে নাগ জানিয়েছেন, এই প্রকল্পে জলাভূমি জবরদখল, সংলগ্ন এলাকার চর্ম কারখানাগুলি থেকে নির্গত বর্জ্য আটকানোর পাশাপাশি কৃষি ও মাছ চাষে যারা যুক্ত রয়েছেন, তাদের বিষাক্ত সার ও রাসায়নিক ব্যবহারের পরিবর্তে জৈব উপায় চাষ করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে পরিবেশ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার জানিয়েছেন চলতি বছর থেকে ২০২৬ সাল পর্যন্ত ৫ বছরের এই ব্যবস্থাপনা প্রকল্পে ১০০ কোটি টাকা ব্যয় করা হবে।

ভার্চুয়াল বৈঠকে শৃঙ্খলার শবক মমতার, সঙ্গে ভোকাল টনিকও

তিনি আরও জানান, উপকূল এলাকায় ‘প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি সহায়ক’ নামে আরো একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যান রুদ্রর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। রাজ্যে কোন এলাকায় কোন গাছ লাগালে মাটির ভাঙন রোধ করা যাবে সে বিষয়ে গবেষণা করে ওই বিশেষজ্ঞ কমিটি রিপোর্ট দেবে।

অনুষ্ঠানে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র, পর্ষদের সদস্য সচিব রোশনি সেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট