কৃষকদের সঙ্গে আলোচনার জন্য সরকার তৈরি, সর্বদলীয় বৈঠকে জানালেন প্রধানমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কৃষি আইন নিয়ে এই মুহুর্তে গরমাগরম হয়ে রয়েছে পরিস্থিতি। শুক্রবার কৃষকদের সঙ্গে স্থানীয় মানুষদের খন্ডযুদ্ধ উত্তপ্ত হয়ে ওঠে সিঙ্ঘু বর্ডার। শনিবার সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এল কৃষকদের প্রসঙ্গ।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে কৃষকদের সমস্যার সমাধান করতে চান তাঁরা। বাজেট অধিবেশনের শুরুতে সরকারের তরফে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। দীর্ঘ সময় আলোচনার জন্য দেড় বছর কৃষি আইন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের গুলাম নবী আজাদ, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, শিরোমণি আকালি দলের বলবিন্দর সিং ভুন্ডার এবং শিবসেনার বিনায়ক রাউত সহ আরও অনেকে।
ইজরায়েলি দুতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় ২ অজ্ঞাত ব্যক্তির খোঁজ শুরু
প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে কৃষি আইন নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় তিনি বলেন, এই মুহুর্তে সারা দেশে বড় বিষয় হল কৃষি আইন। রাষ্ট্রপতির ভাষণ যেহেতু ২০ টি রাজনৈতিক দল বয়কট করেছে, সেবিষয়ে সরকারের সদর্থক ভুমিকা নেওয়া উচিত।
এদিন ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, শুধুমআত্র একটি ফোন কল থেকে দূরে রয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। যেকোনো সময় কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে রাজি সরকার।
এদিন সর্বদলীয় বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী টুইট করে জানিয়েছেন, ১১ তম বৈঠকেও সরকারের তরফে জানানো হয়েছে কৃষকদের সঙ্গে যে কোনোরকম আলোচনার জন্য সরকার তৈরি। যখন কৃষকদের তরফে যোগাযোগ করা হবে তখনই আলোচনার জন্য কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার রাজি বলে জানিয়েছেন তিনি।
During the All-Party meet PM @narendramodi assured that GOI is approaching the farmers issue with an open mind. PM said GoI’s stand is same as it was on 22nd- proposal by Agriculture Minister still stands. He reiterated what Tomar Ji said – that he is phone call away for talks.
— Pralhad Joshi (@JoshiPralhad) January 30, 2021
এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের দরবারে ভারতের বিরাট অবদান রয়েছে। এটা সরকারের সাফল্যের বিষয় নয়, নতুন আইনের ফলে ভারতের গরীব কৃষক উপকৃত হবে। সকলকে একযোগে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এদিন সর্বদলীয় বৈঠকের পর এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার তিন কৃষি আইনের প্রতিবাদে রাষ্ট্রপতির ভাষণে অনুপস্থিত ছিলেন ২০ টি রাজনৈতিক দলের নেতারা। তারপরেই শনিবার সর্বদলীয় বৈঠকে ভাষন দেওয়ার সময় দিল্লির ঘটনার নিন্দা করেন বিরোধী পক্ষের একাধিক নেতারা। সঠিকভাবে তদন্ত করেই দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন তাঁরা।
During the All-Party meet PM @narendramodi assured that GOI is approaching the farmers issue with an open mind. PM said GoI’s stand is same as it was on 22nd- proposal by Agriculture Minister still stands. He reiterated what Tomar Ji said – that he is phone call away for talks.
— Pralhad Joshi (@JoshiPralhad) January 30, 2021