ঘরের মধ্যে ঘোগের বাসা! বিরোধীরা কই, কয়লা কেলেঙ্কারিতে ধরা পড়ছে সরকারি আধিকারিকরাই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বহু চর্চিত কয়লা কেলেঙ্কারি নিয়ে ২১ এর বিধানসভা ভোটের আগে সরগরম হয়ে উঠেছিল বাংলার রাজনীতি। বিজেপি নিশানা করেছিল তৃণমূল কংগ্রেসকে। কিন্তু যত তদন্ত এগিয়েছে ততই একের পর এক সরকারি আধিকারিক ধরা পড়েছেন। সম্প্রতি কেন্দ্রের অধীনস্থ ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের ৮ আধিকারিক ধরা পড়েছেন। এ যেন ঘরের মধ্যে ঘোগের বাসা!
কয়লা কেলেঙ্কারির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে দেশব্যাপী তদন্ত করছে সিবিআই। বেশ কয়েক বছর ধরে এই তদন্ত চলছে। শুরুর দিকেই বোঝা গিয়েছিল এর জাল বহু দূর বিস্তৃত। বিশেষ করে কয়লা মন্ত্রখ এবং কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন কোল ইন্ডিয়া, ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড সহ বিভিন্ন সংস্থার আধিকারিকরা এর সঙ্গে জড়িয়ে আছেন। নিচু তলার কর্মী, নিরাপত্তা রক্ষীরা এমনকি স্থানীয় প্রশাসনের একাংশও এর সঙ্গে জড়িত। তবে নির্দিষ্ট করে এর কোনও রাজনৈতিক রঙ আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
সব হিসেব গুলিয়ে বাংলার রাজ্যপাল হতে চলেছেন দেশের উপরাষ্ট্রপতি!
মাঝে তদন্ত প্রক্রিয়া বেশ কিছুটা ঝিমিয়ে পড়লেও আদালতের কড়া নির্দেশের ফলে ফের তদন্তে গতি এসেছে। কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব বরাবরই সর্বভারতীয় স্তরের এই কেলেঙ্কারির সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার শাসক দল তৃণমূলকে জড়িয়ে ফেলার চেষ্টা করেছে। যদিও সিবিআই এই কেলেঙ্কারির তদন্তে বেশ কয়েকবার তৃণমূলের কয়েকজন নেতাকে জেরা করা ছাড়া আর কোনও জোগসূত্র খুঁজে বার করতে পারেনি।
এবার ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের ৮ আধিকারিক একসঙ্গে সিবিআইয়ের জালে ধরা পড়ায় কয়লা কেলেঙ্কারি নিয়ে বিজেপির রাজনৈতিক অভিসন্ধি ভেস্তে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।