কর্মসংস্থানের লক্ষ্যে খেলা হবে দিবসে মহিলাদের তৈরি ফুটবল বিলি করবে সরকার
দ্য কোয়ারি ডেস্ক: গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার আগামী মাসে প্রস্তাবিত খেলা দিবসে তাদের হাতে তৈরি ফুটবল বিলি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের অধীনে থাকা রিফিউজি হ্যান্ডিক্রাফটস এই কাজ করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের জীবন-জীবিকা সুনিশ্চিত করতে সরকার তরফেই এই সংস্থা গড়ার উদ্যোগে নেওয়া হয়েছিল। বাম আমলে মৃতপ্রায় হয়েগিয়েছিল সংস্থাটি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এই সংস্থাটি ঢেলে সাজানোর পরিকল্পনা নেন।
বাংলার প্রাক্তন তারকা ফুটবলার মানস ভট্টাচার্য, বিদেশ বসু, ক্রম্পটন দত্ত, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, নিমাই গোস্বামী এবং শান্তি মল্লিক প্রমুখের হাতে সংস্থাটি চালানোর দায়ভার তুলে দেওয়া হয় রাজ্য সরকার তরফে।খেলার পোশাক তৈরির পাশাপাশি ঠিক হয়, ফুটবল এবং ভলিবল তৈরি করবে উক্ত সংস্থাটি। মুখ্যমন্ত্রী সেই বলেরই নামকরণ করেন ‘জয়ী’।