বিরোধীদের জবাব দিতে ১০ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করবে সরকার

দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ  একুশের বিধানসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। এই অবস্থায় প্রায় প্রতিদিনই বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছে রাজনৈতিক দলগুলি। স্বাস্থ্য থেকে শিক্ষা, খাদ্য থেকে বাসস্থান- একের পর এক জায়গায় খুঁত খুজে বের করছেন বিরোধীরা।

এর কারণ কী? তৃণমূল সূত্রে খবর, এসবের মাধ্যমে বিরোধীরা প্রমাণ করতে চাইছে ১০ বছরে কোনো উন্নয়ন করেনি রাজ্য সরকার। যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ আইওয়াশ। তাই তাদের যোগ্য জবাব দিতেই ১০ বছরের রিপোর্ট কার্ড বের করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অপরদিকে তৃণমূল কংগ্রেসের আরও অভিযোগ, বিরোধীরা সরকারকে কালিমালীপ্ত করতে চাইছে। মিথ্যা প্রচার করে সরকারের বদনাম করতে চাইছে। এই অবস্থায় আজ, বৃহস্পতিবার তৃণমূল সরকারের দশ বছরের রিপোর্ট কার্ড পেশ করবে তৃণমূল কংগ্রেস।

যেখানে উপস্থিত থাকবেন দলের প্রথম সারির নেতামন্ত্রীরা। এরপর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তারা এই পরিষেবা আদৌ পেয়েছেন কিনা তা যাচাই করা হবে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/suvendu-adhikari-help-center-in-nandigram/

গত দশ বছরে বিরোধীদের অভিযোগ রাজ্যে কর্ম সংস্থান হয়নি। কিন্তু এদিন তথ্য আলোকে তুলে ধরা হবে বিরোধীদের এই তথ্য আসলে কত বড় মিথ্যা। তথ্য বলছে গত ছয় বছরে কেন্দ্রীয় সরকারের আমলে যেখানে কর্মসংস্থানে সুযোগ হারিয়েছে মানুষ। সেখানে রাজ্য সরকারের আমলে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই এই সরকার একের পর এক প্রকল্প গ্রহণ করেছে। এরমধ্যে কন্যাশ্রী, সবুজসাথী, উৎকর্ষ বাংলার মতো প্রকল্প। শুধু বাংলা বা দেশে নয়, আন্তর্জাতিক মহলেও পুরষ্কৃত হয়েছে  কন্যাশ্রী।

সম্পর্কিত পোস্ট