পুরসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী এপ্রিলের মধ্যে রাজ্যে পুরসভা নির্বাচন করাতে চাইছে রাজ্য সরকার। তার আগে পুরসভা নির্বাচন সংক্রান্ত তথ্য জানতে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
সোমবার টুইটারের মাধ্যমে রাজ্যপাল জগদীপ ধনকড় জানান, পুরসভা নির্বাচন সংক্রান্ত তথ্য নেওয়ার জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করেছেন তিনি। দেশের সংবিধান মেনেই রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করা হয়েছে বলে জানান তিনি।
Will seek an update as regards upcoming Municipal Elections from the State Election Commissioner Saurabh Kumar Das on Feb 27. The Commission is a constitutional body for superintendence, direction and control of Municipal Elections under article 243K of the Constitution of India.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 24, 2020
প্রসঙ্গত, আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে পুরসভা নির্বাচন শুরু করতে চাইছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরধিতা করেন বিজেপি নেতৃত্ব। এমনকি এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার সহ একাধিক বিজেপি নেতৃত্ব।
উচ্চমাধ্যমিক পরিক্ষার পর প্রচারের জন্য হাতে গোনা কয়েকটি দিন পাওয়া যাবে। তাই রাজ্য নির্বাচন কমিশনারের কাছে নির্বাচনের সময় পিছিয়ে নেওয়ার আর্জি জানান বিজেপি নেতৃত্ব।