ফের দিল্লিতে রাজ্যপাল, আজ অমিত শাহের সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের দিল্লিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। আর তার দিল্লি সফর ঘিরে তৈরি হয়েছে জল্পনা। কেন-না, কিছুদিন আগে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের বিরুদ্ধে নালিশ করে আসেন।

দিল্লিতে তিনি রাজ্যের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি, বিরোধীদের উপর শাসকদলের আক্রমণ ইত্যাদি অভিযোগ তুলেছিলেন। এবারও তাঁর বৈঠকের কেন্দ্রে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, তিনি কলকাতা ফিরে থাকবেন পাহাড়ে। তবে কি পাহাড় নিয়ে নতুন কোনও পরিকল্পনা নাকি অন্য কিছু? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

রাজ্যপাল দিল্লিতে যাচ্ছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি নিজেই জানিয়েছেন বুধবার বিকালে। জানা গিয়েছে, আজ ২৯ অক্টোবর, বৃহস্পতিবার দিল্লিতে বৈঠক রয়েছে রাজ্যপালের। রাজ্যে ফিরে তিনি গোটা নভেম্বর মাস পাহাড়ে কাটাবেন বলেও খবর।

এ দিন জগদীপ ধনকর ট্যুইটে লেখেন, ”পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর ২৮ থেকে ৩০ অক্টোবর সরকারি সফরে দিল্লি যাচ্ছেন। রাজ্যপাল ধনকর ২৮ অক্টোবর সন্ধ্যায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন এবং তিনি ৩০ অক্টোবর কলকাতা ফিরবেন। ২৯ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক।”

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েই রাজ্যের সঙ্গে সংঘাতে জড়ান রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি প্রথম থেকেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দাগতে থাকেন। রোজ নিয়ম করে ট্যুইট করা যেন তাঁর ‘রুটিন’! সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েও রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনমন ঘটছে বলে তিনি অভিযোগ করেন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/india-bangladesh-biman-was-re-launched/

এ কথা সকলেরই জানা যে, নবান্ন-রাজভবন সংঘাত লেগেই রয়েছে। রাজ্যপাল সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বহুবার নিশানা করেছেন। উলটোদিকে রাজ্যপালের বিরুদ্ধে কেন্দ্রের কাছে ‘অতিসক্রিয়তা’র নালিশ করতেও ছাড়েনি রাজ্য-প্রশাসন। এ দিকে রাজনৈতিকভাবেও রাজ্যপালের ভুমিকার কড়া সমালোচনা করছে তৃণমূল।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন। তিনি নিরপেক্ষ নন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সম্প্রতি রাজ্যপাল সম্পর্কে প্রশ্ন তোলেন, রাজ্যপাল বিজেপিকে খুশি করতে চেষ্টা করছেন কিনা। তাঁর আরও অভিযোগ, পদের অমর্যাদা করছেন সাংবিধানিক প্রধান।

এমতাবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেন-না, পুরো নভেম্বর মাস পাহাড়ে থাকবেন রাজ্যপাল। সম্প্রতি এনডিএ ছেড়ে বিমল গুরুং হাত মিলিয়েছেন তৃণমূলের সঙ্গে।

কিছুদিন আগে রাজ্যে পরোক্ষ রাষ্ট্রপতির শাসনের পক্ষেই সওয়াল করেন অমিত শাহ। ফলে দিল্লিতে বৈঠক ও পাহাড়ে রাজ্যপালের অবস্থান নিয়ে জল্পনা থাকছেই। শোনা যাচ্ছে, সামনের মাসে রাজ্যে আসতে পারেন অমিত শাহ।

সম্পর্কিত পোস্ট