পাইকারি বাজারে আলুর দাম নির্দিষ্ট করতে নির্দেশিকা রাজ্যের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাইকারি বাজারে আলুর দাম কেজি প্রতি ২২ টাকার বেশি নেওয়া যাবে না, এই মর্মে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার । এর বেশি দামে আলু বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
নবান্নে ক্রমবর্ধমান আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী সংগঠন গুলিকে বৈঠকে ডাকা হয়। সেখানেই সরকারের এই সিদ্ধান্তের কথা তাদের জানিয়ে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন, রাজ্য সরকার পাইকারি বাজারে আলুর দাম কমানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ পাইকারি বাজারে আলুর দাম কমলে খুচরো বাজারে তার প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, কৃষকদের কাছেই যখন ৬০ শতাংশ আলু রয়েছে, তখন পাইকারি বাজারে আলুর দর ২২ টাকা ও খুচরো বাজারে ২৫ টাকা নির্ধারিত হলে ব্যবসায়ীদের তো কোনও ক্ষতি হচ্ছে না। বরং সরকারি হিসাবে ২২ টাকা পাইকারি দরে আলু বিক্রি হলে, কৃষকদের অন্তত ৭৩ শতাংশ হারে লাভ থাকছে।
এতে একজন কৃষকের বিঘা প্রতি প্রায় ৩৭ হাজার টাকা লাভ হওয়ার কথা। তাহলে সমস্যা কোথায়? জেলাগুলি থেকে কলকাতা বা দূরবর্তী জায়গায় আলু পাঠাতে পরিবহণের খরচ রয়েছে। সেক্ষেত্রে পাইকারি দর কোথাও কোথাও ২৩ টাকা হতে পারে। প্রয়োজন হলে ওই এক টাকা সরকার ভর্তুকি দিতে পারে।
টানা বৃষ্টির পর রাজ্যে বর্তমানে আলুর কিলো ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। বারংবার বৈঠক করেও এই দাম নিয়ন্ত্রণে আনা যায়নি।
এদিন নবান্নের পক্ষ থেকে স্পষ্ট ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে, ২২টাকার বেশি দরে আলু বিক্রি করা যাবে না। আগামী সপ্তাহের মধ্যে এই দাম নিয়ন্ত্রণ না করলে পাইকারি আলু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনের কর্তারা।
এই পরিস্থিতিতে কলকাতা ও সংলগ্ন এলাকায় অন্তত আলুর দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সেই কারণেই এদিন নতুন করে আলু ব্যবসায়ীদের এই বার্তা দেয় রাজ্য সরকার।
আনলক ফোরঃ কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যেতে
সেখানেই আগামী সপ্তাহের মধ্যে সময়সীমা বেঁধে জানিয়ে দেওয়া হয়, প্রতি কিলো জ্যোতি আলুর দাম ২২ টাকার মধ্যে নামিয়ে আনতেই হবে। খুচরো বাজার অনুযায়ী আলুর মূল দাম ধরতে হবে কিলো প্রতি ২৩-২৫ টাকা।
বাকি দু’টাকা জ্বালানি খরচ বাবদ নেওয়া যাবে। তার বেশি দাম নিলে পাইকারি আলু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে টানা বর্ষণের কারণে সবরকম সবজির দামই আকাশছোঁয়া। এর মধ্যে ক্রমশই বাড়ছে আলুর দাম। এই দাম বাড়তে বাড়তে ৩৫ থেকে ৪০ টাকায় গিয়ে ছুঁয়েছে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রশাসনের কর্তাদের নির্দেশ দিয়েছেন আলুর দাম নিয়ন্ত্রণে আনতে হবে। তারপরেই প্রশাসনের পক্ষ থেকে এই কড়া হুঁশিয়ারি। মনে করা হচ্ছে, এই হুঁশিয়ারির পর দাম বেশ কিছুটা কমতে পারে।