গোঘাটে বিজেপির কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের এক বিজেপি কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। হুগলী জেলার আরামবাগের গোঘাট ১ নম্বরের ঘটনা।

মৃত বিজেপি কর্মীর নাম গণেশ রায় গোঘাটের খানাটি গ্রামের বাসিন্দা। পরিবারের তরফে অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা এভাবে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে।

পরিবার সূত্রে খবর, শনিবার কাউকে কিছু না জানিয়ে বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান গণেশ বাবু। সারা রাত তার খোঁজ পাওয়া যায়নি।

রবিবার সকালে গোঘাট রেলস্টেশনের কাছে একটি গাছে গণেশ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়রা খবর দিলে উপস্থিত হয় পুলিশ। উপস্থিত হন গণেশ রায়ের পরিবার। মৃত বিজেপি কর্মীর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

গণেশ রায়ের দুই ছেলের অভিযোগ, এলাকায় বিজেপি কর্মী হিসাবে ভালোই নামডাক ছিল গণেশ রায়ের। বিজেপির ক্ষমতা বাড়াতে থাকায় ক্রমাগত পায়ের তলার মাটি হারাচ্ছিল এলাকার তৃণমূল নেতারা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/amit-shah-was-admitted-to-aiims-again-at-midnight-due-to-shortness-of-breath/

একাধিকবার খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শনিবার গণেশ রায়কে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

। বিজেপি নেতার দাবী, একের পর এক খুন হতে হচ্ছে তাদের কর্মীদের। এর জন্য শাসক দলকে জবাব দিতে হবে। ঘটনায় সিবিআই তদন্তের দাবী জানিয়েছে বিজেপি।

পাল্টা অভিযোগ অস্বীকার করে তৃণমূল। তৃণমূলের দাবী, পারিবারিক বিবাদ এবং গোষ্ঠিদ্বন্দ্বের জেরে প্রাণ হারাতে হয়েছে গণেশ রায়কে। আবার ঘটনাটি আত্মহত্যা বলে দাবী তৃণমূলের।

সম্পর্কিত পোস্ট