টিকাকরণে গতি আনতে বিশেষ মোবাইল অ্যাপ চালু করল স্বাস্থ্য দপ্তর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে করোনা টিকা করণের কাজে আরো গতি আনতে স্বাস্থ্য দপ্তর একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করেছে। ‘সিভিআর’ নামে ওই অ্যাপের সাহায্যে এবার থেকে রাজ্যের যে কোনও নাগরিক টিকা নেওয়ার জন্য স্লট বুক করতে পারবেন।
প্রথম কিংবা দ্বিতীয় দুই ধরনের ডোজ নেওয়ার জন্য এই অ্যাপের সাহায্যে আগাম নাম নথিভুক্ত করা যাবে৷ টিকা পাওয়া নিয়ে বিভ্রান্তি ও জটিলতা এড়াতেই এই উদ্যোগ বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অবশেষে অভিশপ্ত পোস্তা উড়ালপুল ভেঙে ফেলা শুরু হল
তিনি বলেন, এই অ্যাপ চালু হওয়ায় সাধারণ মানুষের করোনার টিকা পাওয়ার পথ আরো সুগম হবে। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের কোউইন অ্যাপে অনেক সমস্যা দেখা দেয়। বারবার সার্ভার ডাউনেরও অভিযোগ আসছিল। এতে সাধারণ মানুষ টিকার স্লট বুক করতে অসুবিধার মধ্যে পড়ছিলেন। তাই তাদের দুর্ভোগ মেটাতেই রাজ্য সরকারের উদ্যোগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর মোবাইল নম্বর দিয়ে তাতে নাম নথিভুক্ত করা যাবে। এরপরে ওই অ্যাপ থেকে সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর মারফত টিকা নেওয়ার জন্য স্লট বুক করা যাবে। অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ দপ্তরের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।