ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা, ওয়েলে নেমে বিক্ষোভ বিরোধীদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার শুরু হয় দ্বিতীয় দিনের জরুরী বিধানসভার অধিবেশন। অধিবেশনের শুরুতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনা নিয়ে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে দুটি শব্দ ব্যবহার করেন তিনি। যা ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন সুজন চক্রবর্তী এবং অসিত মিত্ররা।

প্রায় পাঁচ মিনিট ধরে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে চলে বিক্ষোভ। বিক্ষোভে যোগ দেন বিধায়ক অসিত মিত্র সহ আরও অনেকে। অধ্যক্ষের চেয়ারের দিকে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরে রেকর্ড থেকে শব্দ দুটিকে বাদ দিয়ে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

এদিন শুরুতেই বিরোধীদের তরফে প্রশ্নও তোলা হয় কি কারণে অধিবেশনের শুরুতে রাজ্যপালকে কোনও বক্তব্য রাখতে দেওয়া হল না। অধ্যক্ষ বিকান বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিবারে রাজ্যপালের বক্তব্য ছাড়াও বিধানসভার অধিবেশন শুরু করা যায়।

আরও পড়ুনঃ রানাঘাটের পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিলেন পার্থসারথী চট্টোপাধ্যায়

এরপরেই ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে দুটি শব্দ ব্যবহারকে কেন্দ্রও করে উত্তাল হয়ে ওঠে বিধানসভা।

বিরোধীদের তরফে বলা হয় মুখ্যমন্ত্রীকে অপমানের ঘটনায় সরব হয়েছেন তাঁরাও। তাহলে কেন তাঁদেরকে উদ্দেশ্য করে এই মন্তব্য করা হল? পরে রেকর্ড থেকে শব্দ দুটিকে বাদ দিয়ে দেন অধ্যক্ষ।

পরে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীকে যেভাবে সেদিন অপমান করা হয়েছে তা তীব্র বিরোধিতা করছেন তিনি। একই সুর বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর। যেভাবে মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে তার তীব্র বিরোধিতা করছেন তিনি। একইসঙ্গে রাজ্যের মন্ত্রী তাপস রায় যে মন্তব্য করেছেন তারও বিরোধিতা করেছেন সুজন চক্রবর্তী।

সম্পর্কিত পোস্ট