শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিল হাইকোর্ট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘ সময়ের টানা পোড়েনের পর শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলা করার অনুমতিন দিল কলকাতা হাইকোর্ট। বাধা রইল না স্নানেও। প্রশাসনের তরফে স্নানে নিরুৎসাহ করার জন্য নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে ই-স্নানের অপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। যারা ই-স্নান করবেন তাঁদেরকে উৎসাহ দিতে উপহার দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এর আগে গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের মুখ্যসচিবের হলফানামায় সন্তুষ্ট ছিল না কলকাতা হাইকোর্ট। সরকার বা প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে তাতে আদালতের কোনও আগ্রহ নেই। বরং কি কি প্রতিরোধকমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? সেবিষয়েই বেশী জোর দেয় আদালত। একসঙ্গে অনেক মানুষ স্নান করলে ড্রপলেট থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। স্বাস্থ্য এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তবেই ফের হলফনামা জমা দেওয়ার কথা বলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

প্রথমে দুপুর দুটোর সময় ই-স্নানের কথা রাজ্য সরকারের তরফে জানানো হয়। বুধবার বিকেল চারটের সময় শুনানিতে এজি বলেন, গংসাগরে স্যালাইন ওয়াটার, নিরন্তর ঢেউ থাকায় পুণ্যার্থীদের স্নানে অসুবিধা হবে না। ফের হলফনামা চেয়ে পাঠায় আদালত। আপাতত রাজ্যের ভরসাতেই ভরসা রাখছে আদালত। যারা ই-স্নান করবেন তাঁদেরকে উৎসাহ দিতে ই-স্নানেই জোর দেওয়া কথা জানিয়েছে আদালত।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/abhisheks-acceptance-is-much-higher-than-dilips-saugat-roy/

উল্লেখ্য, প্রতি বছর গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। কিন্তু করোনার কারণে তা এবার একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ভোরে গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নানের তিথি। তাই ই-স্নানের অপর ভরসা রাখছে আদালত।

সম্পর্কিত পোস্ট