আগামী ৯ জুন থেকে খুলছে হাইকোর্ট, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে মামলার শুনানি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে হাইকোর্টের দরজা। আগামী ৯ জুন থেকে চালু হচ্ছে কলকাতা হাইকোর্ট। তবে করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখেই চলবে কোর্ট।

লকডাউন এ কারণে প্রায় তিন মাস ধরে কলকাতা হাইকোর্টে বিচারপতি আইনজীবী , কোটের কর্মী এবং মামলাকারীদের শারীরিক উপস্থিতি বন্ধ ছিল। অনলাইনেই হচ্ছিল জরুরি মামলার শুনানি।

তবে লকডাউন শিথিল হয়ে যার ফলে কোর্টের মধ্যে শারীরিক ভাবে উপস্থিত থেকে মামলার শুনানির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট।

এই পরিস্থিতিতে করোনা যাতে কোনভাবে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য বেশ কিছু গাইডলাইন বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে তিন দিন চালু থাকবে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে ওই তিন দিন প্রতিদিন পাঁচটা করে বেঞ্চ বসবে।

করোনা বাড়বাড়ন্তের জন্য বিজেপিকেই দুষলেন ফিরহাদ

যার মধ্যে দুটো থাকবে ডিভিশন বেঞ্চ এবং তিনটি করে সিঙ্গেল বেঞ্চে থাকবে। জরুরী মামলাগুলোর শুনানি এই বেঞ্চ গুলোতে হবে বলে কলকাতায হাইকোর্ট সূত্রে জানা গেছে।

এছাড়াও, এজলাসে আইনজীবী এবং মামলকারি মিলিয়ে ৮ জনের বেশি উপস্থিত থাকা যাবে না। যে ক্ষেত্রে মামলাকারীদের এজলাসে থাকা প্রয়োজন হবে শুধুমাত্র সেই ক্ষেত্রে তারা এজলাসে থাকতে পারবেন। সকলের ক্ষেত্রে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে হাইকোর্ট।

সাধারণত এজলাসের বাইরে আইনজীবীরা মামলার বিভিন্ন নথিপত্র রেখে থাকেন। তবে আপাতত সেই সমস্ত নথিপত্র এজলাসের বাইরে রাখা যাবে না।

শুধু তাই নয় সামাজিক দূরত্ব বজায় রাখতে হাইকোর্টের বারে ২৫ শতাংশের বেশি আইনজীবী থাকা যাবে না বলেও নির্দেশিকা জারি করেছে হাইকোর্ট।

আগামী সপ্তাহে ৯ তারিখ আদালত খুললেও অবশ্য সেই দিন কোন মামলার শুনানি হবে না। ঐদিন মামলাগুলো মেনশন করা হবে। এবং আগামী ১১ জুন থেকে সেই সমস্ত মামলার শুনানি শুরু হবে বলে হাইকোর্টে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট