কয়লা পাচার কান্ডে অভিযুক্ত অনুপ মাঝির আবেদন খারিজ করল হাইকোর্ট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের এফআইআর আবেদন খারিজ করার জন্য হাইকোর্টে আবেদন জানান লালা। বুধবার সেই আবেদন খারিজ করা হয়।
আদালতের তরফে জানানো হয় সিবিআইয়ের তদন্ত করবে। সেক্ষেত্রে সিবিআই কোনোরকম বাধা পাবে না।
রেলওয়ে আইন অনুযায়ী রেলের জমির মধ্যে তদন্ত করতে পারবে সিবিআই। অন্যত্র তদন্তের ক্ষেত্রে রাজ্যের অনুমতি প্রয়োজন। এমনটাই জানানো হয়েছে হাইকোর্টের তরফে। রাজ্যের এলাকাগুলিতে রাজ্য পুলিশের সঙ্গে যুগ্মভাবে এই অপারেশন চালাতে হবে বলে জানায় আদালত।
একইসঙ্গে কয়লাকান্ডে কেন রাজ্য পুলিশকে নিয়ে তদন্ত করা হবে। হাইকোর্টের নির্দেশ অসন্তোষ প্রকাশ করেছে সিবিআই। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন যাওয়ার পরিকল্পনা সিবিআইয়ের। সূত্রের খবর। এমনকি প্রতিলিপি পেলে লিগাল সেলের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে সিবিআই।
আরও পড়ুনঃ বিজেপির রথযাত্রা বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের
সিবিআই সূত্রে খবর, কয়লা এবং গরু পাচারকান্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর ভারত ছাড়াও দুটি দেশের পাসপোর্ট রয়েছে। ওই পাসপোর্ট ব্যবহার করেই গা ঢাকা দিয়েছেন তিনি।
সূত্রের খবর, বিনয় মিশ্রকে খুঁজতে ইতিমধ্যেই বিদেশমন্ত্রকের সঙ্গে কথা হয়েছে সিবিআইয়ের। আয়কর দফতর অভিযানের পর থেকেই ফেরার রয়েছে বিনয় মিশ্র। এমনটাই দাবী সিবিআইয়ের।
ইতিমধ্যেই কয়লা পাচার কান্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। ভারতীয় পাসপোর্টের নম্বর দিয়ে লুক আউট নোটিশ আজারি করা হয়েছে বিনয় মিশ্রের বিরুদ্ধেও।