মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করল স্বরাষ্ট্রমন্ত্রক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্র সরকারের তরফে মুকুল রায়ের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হল বৃহস্পতিবার। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে মুকুল রায়কে।
তৃণমূলে যোগদান করার পরের দিনই তিনি কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আর্জি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিলেন।
অবশেষে বৃহস্পতিবার সকালে কেন্দ্রের সবুজসংকেত আসার পরেই তুলে নেওয়া হয় নিরাপত্তা। মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়কেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হত।
শনিবার অবশ্য সেই নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এই মুহূর্তে রাজ্য সরকারের তরফে ‘Y’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে শুভ্রাংশুকে।
বিলম্বিত বোধোদয় সাংসদ সুনীল মন্ডলের, ঘাসফুলের স্মরণ নিলেও সহায় হবেন কী মমতা?
মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করল স্বরাষ্ট্রমন্ত্রক
বিজেপি ছেড়ে প্রায় সাড়ে তিন বছর পর তৃণমূলে ফিরে আসেন মুকুল রায়। সেদিনই মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে রাজ্য সরকারের নিরাপত্তা পৌঁছে যায়।
ইতিমধ্যে মুকুল রায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী অবিলম্বে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি জানিয়েছেন।
তবে সে বিষয়ে অবশ্য মুকুল রায় বিশেষ কোনো প্রতিক্রিয়া দেননি। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে নতুন করে ইনিংস শুরু করতে চলেছেন মুকুল রায়।
তার আগে অবশ্য সামনেই রয়েছে ত্রিপুরা নির্বাচন। মনে করা হচ্ছে ত্রিপুরা নির্বাচনকে লক্ষ্য করে হয়তো কোনো গুরু দায়িত্ব দেওয়া হতে পারে মুকুল রায়কে। বাকিটা সময়ের অপেক্ষা।