শৌচালয় থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শৌচালয় থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই গৃহবধূ বছর ২৮ এর মেনকা রুইদাসের বাপের বাড়ী মোহনপুর গ্রাম পঞ্চায়েতের রামজয় ঘেরি গ্রামে। সম্প্রতি মানসিক অবসাদেও ভুগছিলেন তিনি।
তার বিয়ে হয় দেগঙ্গা থানার বেড়াচাঁপা এলাকায়। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে ঠিকমতো বনিবনা না হওয়ায় প্রায় তিন বছর স্বামীর থেকে আলাদা ছিলেন তিনি। তারপর রুটিরুজির সন্ধানে তিনি কলকাতায় পরিচারিকার কাজ করতে যেতেন।
লকডাউন এর জের করোনাভাইরাস এর জন্য পরিচারিকার কাজগুলিও চলে যায় তার। একদিকে কাজে যেতে না পারা, অন্যদিকে মানসিক অবসাদে চিন্তায় ছিলেন ওই গৃহবধূ।
করোনা পরিস্থিতিতে সব কলেজে ভর্তির ফি অনলাইনে দেওয়া ব্যবস্থা
মঙ্গলবার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বীরেশ্বর গ্রামে মাসির বেড়াতে যান তিনি। বুধবার ভোরবেলা একবার মাত্র ঘর থেকে বেরোতে দেখা গিয়েছিল তাকে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয় আত্মীয়দের। খবর দেওয়া হয় হাড়োয়া থানায়।
পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় শৌচালয় থেকে মৃতদেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হাড়োয়া থানার পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা।
হাড়োয়া থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়ে এসেছ।