রাজ্যে কোভিড নিয়ন্ত্রণে, লাগাতার সচেতনতা প্রচারে চালিয়ে যাচ্ছে IMA
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মৃত্যুভয় উপেক্ষা করে করোনাকালে চিকিৎসকরা লড়াই জারি রেখেছেন। পশ্চিমবঙ্গে করোনার সেকেন্ড ওয়েভ আসেনি। আক্রান্তও মৃত্যুর হার তুলনামুলক কম।
তাও সচেতনতার জন্য সব ব্যবস্থা জারি রাখছেন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে চিকিৎসকেরা। এমনটাই জানিয়েছেন় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েসনেরর রাজ্য শাখা।
আজ রাস্তায় নেমে মাস্ক ও স্যানিটাইজার বিলি করে আই এম এ রাজ্য শাখা। উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসাতের অন্যতম প্রাণকেন্দ্র কলোনী মোড়ে।
ডিসেম্বর মাসের প্রথম রবিবার আই এম এ -র উদ্যোগে প্রচুর সংখ্যায় মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হল। এদিন কলোনী মোড়ে চার হাজার মাস্ক ও এক হাজার স্যানিটাইজার বিতরণ করা হয়। সহযোগী হিসেবে উপস্থিত ছিল সোচ্চার ওয়েলফেয়ার অর্গ্যানাইজেশন।
উপস্থিত ছিলেন কোভিড নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা চিকিৎসক বিবর্তন সাহা। ছিলেন গৌতম সাহা, ধীমান চট্টোপাধ্যায় সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। যারা উল্লেখযোগ্যভাবে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
চিকিৎসক বিবর্তন সাহা ও গৌতম সাহা, ধীমান চট্টোপাধ্যায় একযোগে জানান, পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে সচেতনতা পরিলক্ষিত হয়েছে। করোনা আক্রান্তর গ্রাফ ও নিম্নমুখী। তাও সজাগ থাকতে হবে।
চিকিৎসকরা জানান রাজ্যের সদর্থক ভূমিকা, স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো উল্লেখযোগ্য হওয়ায় করোনায় অনেকটাই রাশ টানা গেছে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/there-is-distance-between-state-and-constitution/
আই এম এ রাজ্য শাখার চিকিৎসকরা এদিন আরও জানান, আমেরিকার তুলনায় ভারতে বা পশ্চিমবঙ্গে মানুষ ছিল সজাগ ও সচেতন।
ডাক্তার বিবর্তন সাহা কটাক্ষ করে বলেন, আমেরিকার প্রেসিডেন্ট করোনা নিয়ে কাজ করে বেড়ান। সেরকম নিদর্শন তো পশ্চিমবঙ্গে নেই। দিল্লী বা গুজরাট বাদ দিলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দেশে। পশ্চিমবঙ্গ এক্ষেত্রে সামনের সারিতে।
চিকিৎসক বিবর্তন সাহা এদিন সাংবাদিকদের আরও জানান, রাজ্যের ভূমিকায় উপকৃত হয়েছেন সাধারণ মানুষ। রাজ্যে কোভিড উপযুক্ত ব্যবস্থা নেওয়ায় করোনা নিয়ন্ত্রণে সুফল মিলেছে । তাই আগামীদিন গুলিতেও সচেতনতার কাজ চালিয়ে যাবেন তারা।