কাটল অচলাবস্থা, পেট্রাপোলে শুরু হল পণ্য আমদানি ও রফতানি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তর ২৪ পরগনার বনগাঁয় ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আজ থেকে পুনরায় শুরু হয়েছে পণ্য আমদানি এবং রপ্তানিও। এই সীমান্ত দিয়ে গত ৭ই জুন পণ্য রপ্তানি শুরু হলেও ২৫ শে মার্চের পর থেকে আমদানি বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ সরকার ভারত থেকে পণ্য আমদানির পাশাপাশি রপ্তানির সুযোগ করে দেওয়ার কথা জানানোয় গত ২রা জুলাই থেকে এ দেশ থেকে পণ্য পরিষেবা বন্ধ হয়ে যায়।
শেষ পর্যন্ত দু’পক্ষের মধ্যে সরকারি পর্যায়ে আলাপ-আলোচনার পর আজ সকাল থেকে আমদানি ও রপ্তানি শুরু হয়। পরীক্ষামূলক ভাবে গত সন্ধ্যায় বাংলাদেশ থেকে পোশাক ভর্তি পাঁচটি ট্রাক এদেশে আসে।
করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউন চলার কারণে দীর্ঘ প্রায় তিনমাস ধরে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। গত ৭ জুন থেকে ভারতের পণ্যবাহী রফতানির ট্রাক বাংলাদেশে গেলেও বাংলাদেশ থেকে তাঁদের রফতানির ট্রাক ভারতে আসছিল না।
জনস্বাস্থ্য ও অন্যান্য কারণে ভারতীয় প্রশাসনিক ছাড়পত্র না মেলায় বাংলাদেশের ব্যবসায়ীরা রফতানির পণ্য পেট্রাপোল বন্দরে পাঠাতে পারছিলেন না।
এনিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত ১ জুলাই থেকে তারা ভারতীয় পণ্যবাহী ট্রাক ঢোকা বন্ধ করে দেন। ব্যবসায়ীরা সাফ জানান, বাংলাদেশের রফতানির পণ্যবাহী ট্রাক ভারতীয় বন্দরে যেতে না পারলে তাঁরাও ভারতীয় কোনও পণ্যবাহী ট্রাক গ্রহণ করবেন না।
এভাবে বাংলাদেশের ব্যবসায়ীরা বেঁকে বসায় দু’দেশের মধ্যে সীমান্ত বাণিজ্যে অচলাবস্থার সৃষ্টি হয়। গত কয়েকদিন ধরে বিষয়টি প্রশাসনিক কর্তৃপক্ষের নজরে আনেন ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিরা।
বাণিজ্যে অচলাবস্থা কাটাতে উদ্যোগ নেন জেলা পরিষদের মেন্টর ও বনগাঁর সাবেক বিধায়ক গোপাল শেঠ ও অন্যরা। অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি মেলায় রবিবার বিকেলে বাংলাদেশ থেকে গার্মেন্টসের পাঁচটি পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে ঢুকতে সমর্থ হয়। এরফলে দু’দেশের ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন।