পাবজি সহ ১১৮ টি মোবাইল অ্যাপ ব্যান করল ভারত সরকার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুর্ব লাদাখে গরমাগরম পরিস্থিতির কারণে মোবাইল গেম পাবজি সহ ১১৮ টি মোবাইল অ্যাপে নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। মুলত সাইবার নিরাপত্তার কথা ভেবেই কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে ১৫০ টি চিনা অ্যাপ বন্ধ করেছিল ভারত সরকার।কেন্দ্রীয় মন্ত্রকে তরফে জানানো হয়েছে পাবজি সহ এই ১১০ টি চাইনিজ অ্যাপের বিরুদ্ধে তথ্য চুরি এবং নজরদারীর অভিযোগ উঠেছিল একাধিকবার। তাই ভারতীয় আইনের তথ্য প্রযুক্তি নীতির ৬৯ এ ধারা অনুযায়ী পাবজি ব্যান করার সিদ্ধান্ত নিল ভারত সরকার।

কেন্দ্রের তরফে বলা হয়েছে পাবজি সহ ১১৮ টি অ্যাপ দেশের অখন্ডতা, সার্বভৌমত্ব, প্রতিরক্ষা এবং নাগরিকদের নিরাপত্তায় বাধার সৃষ্টি করছে।

এই মুহুর্তে ভারতে পাবজি ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৩ মিলিয়ন। দ্রুত এই ১১৮ টি অ্যাপ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/mamata-banerjees-initiative-did-not-stop-east-bengal-from-playing-in-isl/

সূত্রের খবর, গত শনিবার থেকে প্যাংগং হ্রদের উত্তর দিকের একাধিক এলাকায় ভারতীয় নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করার চেষ্টা করে চিনা ফৌজ। কিন্তু আটকে দেয় ভারতীয় সেনা। শুরু হয় সংঘর্ষ। দু’পক্ষই এই মুহুর্তে সেনা মোতায়েম করে রেখেছে।

চিনকে সমস্ত দিক থেকে পরাস্ত করতে মরিয়া ভারত। চিনের বিভিন্ন সংস্থার একাধিক টেন্ডার বাতিল করেছে ভারত।

গত ১৫ জুন গালওয়ান সীমান্তে ২০ জন সেনা জওয়ান শহীদ হওয়ার পর দুই দেশের মধ্যে সেনা এবং ডিপ্লোম্যাট লেভেলের একাধিক বৈঠক হয়।

কিন্তু কোনওভাবেই নিজেদের জায়গা থেকে সরতে রাজি হয়নি লাল ফৌজ। তাই চিনা অর্থনীতির কোমড় ভাঙতে নতুন পথ নিল ভারত।

সম্পর্কিত পোস্ট