মুসলিম নয়, প্রথম দফার প্রার্থী তালিকায় বিশেষ চমক রাখতে চলেছে আইএসএফ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুসলিম নয়, বরং প্রথম দফার প্রার্থী তালিকায় তফসিলি জনজাতিভুক্তদের বেশী গুরুত্ব দিতে চায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ভোটের তালিকা ঘোষণার পুর্বেই এমনটাই ইঙ্গিত দিলেন আইএসএফের প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকি।

২৮ ফেব্রুয়ারি বামদের ডাকা ব্রিগেড সমাবেশে কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন আব্বাস সিদ্দিকি। একাধিক মহলে আব্বাসকে নিয়ে আলোচনা শুরু হয়। সেইসব অভিযোগের জবাব দিতেই একেবারে মোক্ষম চাল আব্বাসের।

কিন্তু কবে প্রার্থী তালিকা দেওয়া হবে সেবিষয়ে কিছুই স্পষ্ট করলেন না ‘ভাইজান’। বরং বললেন, কোন দল কীভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে, তা দেখেই প্রার্থী ঘোষণা করবেন তিনি। “না হলে আবার উল্টো করে ফেলবো সবাই আমাকে সাম্প্রদায়িক বলবে”।

তিনি আরও বলেন, যে আইএসএফকে সাম্প্রদায়িক দল হিসাবে মনে করা হচ্ছে তাঁদের পক্ষ থেকে সর্বপ্রথম তফসিলি জনজাতিভুক্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। মুসলিম প্রার্থীদের নাম ঘোষণা করা হবে না।

আরও পড়ুনঃ মমতার জন্য গান বাঁধলেন কবীর সুমন

তবে জোট যে ভোটের পরেও থাকবে সেবিষয়ে স্পষ্ট বার্তা ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। তিনি বলেন, কংগ্রেসের তরফে আব্বাসকে ৮ থেকে ৯ টি আসন দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ নিয়ে এখনও স্পষ্ট কিছু হয়নি।

অন্যদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নিজেদের ৩০ আসন ছেড়েছে বামেরা। সেই ৩০ টি আসনে প্রার্থী দেওয়া হবে। এমনটাই সুনিশ্চিত করেছে আইএসএফ। সেবিষয়ে দলের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার ফুরফুরা শরিফে দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে জোটের জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন আব্বাস সিদ্দিকি। বরং তিনি জানিয়েছেন, তৃণমূলকে প্রথমে জোটের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা ‘সাম্প্রদায়িক’ বলে কটাক্ষ করেছে। বামেদের সঙ্গে জোট হয়ে গিয়েছে। যখন কেউ সাহায্য করেছে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, আমার মানবতা বলছে তাঁদের সঙ্গে থাকা দরকার।

আগামী ৮ তারিখ একই সাংবাদিক সম্মেলনে প্রার্থী ঘোষণা করতে চলেছে সংযুক্ত মোর্চা। উপস্থিত থাকবেন তিন দলের নেতৃত্ব। একদিকে যখন যৌবনে ভরা বাম প্রার্থী তালিকা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, বুধবার আব্বাসের বক্তব্যে মোর্চাকে নিয়ে জল্পনার পারদ একধাপ বেড়ে গিয়েছে।

সম্পর্কিত পোস্ট