জেইই এবং নিট পরীক্ষা বিপদ আরও বাড়তে পারে, সুপ্রিম দ্বারে ছয় বিজেপি বিরোধী রাজ্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পরিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে জেইই এবং নিটের তারিখ পিছিয়ে দিক কেন্দ্র। এই দাবীতে সরব হয়েছিল অবিজেপি রাজ্য সরকারগুলি।
গত ১৭ অগাস্ট সুপ্রিম কোর্টের রায়কে পুর্নবিবেচনা করে দেখার জন্য আদালতের দ্বারস্থ হল ছয় বিজেপি বিরোধী রাজ্য।
এই ছয় বিজেপি বিরোধী রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, রাজস্থান, পাঞ্জাব, ঝাড়খন্ড, পাঞ্জাব, ছত্তিসগড় এবং মহারাষ্ট্র।
করোনা কালে গোটা দেশে জেইই এবং নিট পরীক্ষা বিপদ আরও বাড়তে পারে। তাই পরীক্ষার তারিখ পিছিয়ে নেওয়ার দাবীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ১১ জন ছাত্র।
কিন্তু সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, করোনা সারা বছর থাকবে। কিন্তু ছাত্রদের কেরিয়ারকে বিপদে ফেলা যাবে না৷ তাই কেন্দ্র সরকারের ঠিক করা দিনেই পরীক্ষা হবে।
বুধবার কংগ্রেস কার্যকরী সভাপতি সোনিয়া গান্ধীর নেতৃত্বে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় স্থির করেন ছাত্রদের স্বাস্থ্যের কথা ভেবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া দরকার।
আইপিএল শুরুর আগে করোনা থাবা সিএসকে শিবিরে
ঝাড়খন্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, এই বিপদের সময় জেইই এবং নিট পরীক্ষা হলে বিপদ আরও বাড়বে। তার ফল ভোগ করতে হবে রাজ্য সরকারগুলিকে। তাছাড়া লকডাউনের কারণে বহু জায়গায় পরিবহন ব্যবস্থা স্থগিত রয়েছে। এই সময় ছাত্ররা কিভাবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন? সেই বিষয়েও আলোচনা হয়।
পাঞ্জাব মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন, টানা এক বছর স্থগিত করার পক্ষে নন তিনি। কিন্তু বর্তমানে গোটা দেশজুড়ে যা পরিস্থিতি তাতে পরীক্ষার তারিখ দুই থেকে তিন মাস পিছিয়ে নেওয়া দরকার।
সময় অনুযায়ী মে মাস করেই জয়েন্ট এন্টার্ন্স এবং নিটের পরীক্ষা হয়ে যায়। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরে সেপ্টেম্বরের ১ থেক ৬ তারিখের মধ্যে জেইই এবং ১৩ সেপ্টেম্বর নিটের পরীক্ষা স্থির করেছে কেন্দ্র।