কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর বরখাস্তের দাবীতে সরব সংযুক্ত কিষাণ মোর্চা

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: দ্রুত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্তের দাবীতে সরব সংযুক্ত কিষাণ মোর্চার নেতা হান্নান মোল্লা। শুধুমাত্র তাই-ই নয়, কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশীষ মিশ্র এবং তাঁর বন্ধুদের ওপর ৩০২ ধারা লাগু করার আবেদন জানালেন তিনি।

পুরো বিষয়টি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবী জানালেন দাবী জানালেন সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে সোমবার সকাল ১০ টা থেকে ১ টার মধ্যে ডিএমের কাছে লিখিত জমা দেবেন কৃষক নেতারা৷

উল্লেখ্য, উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য এবং কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর লাখিমপুর খেরি জেলা সফর ঘিরে রবিবার সকাল থেকেই আন্দোলন শুরু করেন কৃষকরা৷ যা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ কৃষকদের তরফে জানানো হয়েছে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আটজন। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে ব্যাপক পুলিশ বাহিনী।

সংযুক্ত কিষাণ মোর্চার তরফে একটি ট্যুইট করে জানানো হয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর সফরের প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু হয়৷

সেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কৃষকদের ওপর হামলা চালায় মন্ত্রীদের কনভয়৷ ঘটনায় ৮ জন আহত হয়েছেন এবং ৮ জনের মৃত্যু হয়েছে৷ মোতায়েন করা হয় ব্যাপক পুলিশ বাহিনী।

সম্পর্কিত পোস্ট