আগামীকালই সুপ্রিম কোর্টে লাখিমপুর খেরি মামলার শুনানি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামীকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার বেঞ্চে হবে লাখিমপুর খেরি মামলার শুনানি। রবিবার উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৮ জনের মৃত্যুর ঘটনার মামলা শুনানি রয়েছে৷
রবিবার উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে কেন্দ্রের তিন কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা৷
সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলের গাড়িতে পিষে চার কৃষকের মৃত্যু হয় বলে অভিযোগ৷ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবী জানান কৃষকরা। এবার সুপ্রিম কোর্টের বিচারপতি এনভি রামানার বেঞ্চে হবে মামলার শুনানি।
পুলিশের তরফে জানানো হয়েছে, ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশীষ মিশ্র। তাঁর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে৷
যদিও কেন্দ্রীয় মন্ত্রীর কথায় ঘটনাস্থলে তাঁর ছেলে উপস্থিত ছিলেন না। তাঁর ছেলের কথাতেও একই শোনা যাচ্ছে৷ তাঁদের দাবী অন্য একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশীষ৷