এখনই খুলছে না সর্ববৃহৎ মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লকডাউনের কারনে গভীর সমূদ্রে মাছ শিকার ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক জটিলতা। দীর্ঘ প্রায় তিন মাস সমুদ্রে মাছ শিকার বন্ধ থাকার পর অবশেষে সরকারি নির্দেশ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে স্বাভাবিক হওয়ার তোড়জোড় চলছিল গুরুত্বপূর্ণ  দিঘা মোহনার মাছের বাজার।

সমূদ্রে যাওয়ার জন্যও প্রস্তুতি নিতে শুরু করেন ট্রলার মালিকরা। এরই মাঝে দিঘা মোহনা এলাকা ও আশেপাশের গ্রামবাসীরা করোনা আতঙ্কের জেরে মাছ বাজার এখনই শুরু করার ঘোষণায় বিরোধিতা শুরু করেন।

তাঁদের দাবী, মাছের বাজার খুললেই এই রাজ্যের পাশাপাশি ভিনও রাজ্যের বহু মানুষের আনাগোনা বাড়বে এলাকায়। এর জেরে ছড়িয়ে পড়তে পারে করোনার প্রকোপ।

তাঁদের সেই আশংকা যে অমূলক নয় তার প্রমাণ মিলেছে দেশ জুড়ে বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দিঘা মোহনার মাছের বাজার কিভাবে সচল করা যাবে তারই পথ খুঁজতে জরুরী বৈঠকে বসেন মৎস্যজীবি সংগঠন থেকে শুরু করে জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।

লাদাখ সীমান্তে সংঘর্ষ, আলোচনার মাধ্যমেই সমস্যা মেটানো সম্ভব ,মত সূর্যকান্ত মিশ্র

মোহনায় অবস্থিত দিঘা ফিসারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশানের ভবনে জরুরী বৈঠকে এই জট কাটাতে দীর্ঘ আলোচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ এলাকার নেতা নেত্রীবৃন্দরাও। এই বৈঠকে সিদ্ধান্ত হয় এখনই দিঘা মোহনায় মাছের বাজার খোলা হচ্ছে না।

তবে ট্রলার মালিক ও মৎস্যজীবিদের জন্য খুশির খবর হল গভীর সমূদ্রে মৎস্য শিকারে কোনও বাধা থাকছে না। সমূদ্র থেকে ফিরে অন্য কোনও বাজারে গিয়ে মাছ বিক্রী করতে পারবেন ট্রলার মালিকেরা। তবে দিঘা মোহনা বাজারে মাছের নিলামের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।

সম্পর্কিত পোস্ট