প্রয়াত হলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রয়াত হলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত। দীর্ঘদিন ধরেই তিনি কিডনির অসুখে ভুগছিলেন।সম্প্রতি ডায়ালিসিস চলছিল তাঁর। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।বয়স হয়েছিল ৭১ বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে শারীরিক অসুস্থতা নিয়ে প্রায় ২৫ দিন বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। রেখে গেলেন তাঁর কন্যা সোহিনী সেনগুপ্ত এবং স্বামী রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে।
৯৭০-এর শুরুর দিকে ইলাহাবাদে এ. সি. বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনার অধীনে স্বাতীলেখা থিয়েটারে কাজ শুরু করেন। তিনি বি. ভি. কারাট, তাপস সেন ও খালেদ চৌধুরীর মতো লোকের উৎসাহও পেয়েছেন।
১৯৭৮ সালে তিনি কলকাতায় চলে আসেন এবং নান্দীকার নাট্যদলে যোগদান করেন। নান্দীকারে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নির্দেশনায় তিনি কাজ করতে থাকেন। ১৯৭৫ সালে সত্যজিৎ রায় নির্দেশিত ‘ঘরে বাইরে’ ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি মুখ্য নারী চরিত্রে অভিনয় করেন।
ভারতীয় থিয়েটারে অভিনয়ে অবদানের জন্য ২০১১ সংগীত নাটক অকাডেমি পুরস্কার পান। পশ্চিমবঙ্গ থিয়েটার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার পান তিনি।পেয়েছেন পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার।
বিশাখাপত্তনমে গ্রেহাউন্ড বাহিনীর অভিযান, এনকাউন্টারে নিহত ছয় মাওবাদী
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের খুব চেনা মুখ হয়ে ওঠেন স্বাতীলেখা সেনগুপ্ত। বেলাশেষে এবং বেলাশুরুতে অভিনয় করেছেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রিল লাইফে স্বাতীলেখা সেনগুপ্তর কেমিস্ট্রি মন করেছিল সকলের।
২২ মে অভিনেত্রীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় স্বাতীলেখাকে ‘গুরু’ সম্বোধন করে শুভেচ্ছা জানিয়েছিলেন শিবপ্রসাদ। লিখেছিলেন, ‘বেলাশেষে থেকে বেলাশুরু। তিরিশ বছর পর আবার তুমিই পারো দুশো সতের দিনের বক্স অফিস রেকর্ড গড়তে। সবাই অপেক্ষা করছে তোমায় দেখবে বলে। Happy birthday my heroine. My darling. My guru. My teacher।’তাঁর মৃত্যুতে গোটা শিল্পীমহলে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করে বলেন, “বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর। থিয়েটারে তাঁর অভিনয় জীবন শুরু। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে তাঁর অভিনয় দর্শক চিরদিন মনে রাখবেন। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ধর্মযুদ্ধ, বেলাশেষে, বরফ ইত্যাদি। তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, ওয়েস্ট বেঙ্গল থিয়েটার জার্নালিস্টস’ অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন।তাঁর প্রয়াণে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল।”
একইসঙ্গে তিনি জানান, “আমি স্বাতীলেখা সেনগুপ্তের স্বামী রুদ্রপ্রসাদ ও কন্যা সোহিনী সেনগুপ্ত সহ তাঁর অগণিত অনুরাগী ও আত্মীয়স্বজনকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”