প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। গতকাল হৃদপিন্ডে অস্ত্রোপচার হয় কেন্দ্রীয় মন্ত্রীর। বৃহস্পতিবার তার লোকদল জনশক্তি পার্টির মৃত্যুর খবর টুইট করে জানালেন পুত্র চিরাগ পাসোয়ান।
पापा….अब आप इस दुनिया में नहीं हैं लेकिन मुझे पता है आप जहां भी हैं हमेशा मेरे साथ हैं।
Miss you Papa… pic.twitter.com/Qc9wF6Jl6Z— युवा बिहारी चिराग पासवान (@iChiragPaswan) October 8, 2020
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tmc-on-the-streets-again-in-hathras-murder/
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মোদি টু পয়েন্ট ও সরকারে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী ও খাদ্য মন্ত্রী ও ছিলেন তিনি।। বিহার নির্বাচনের আগে এনডিএ শিবিরের এক বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।
মোদি টু পয়েন্ট ও সরকারে এক দেশ এক রেশন কার্ডের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এমনিতেই আসন বন্টন নিয়ে আসন সমঝোতা না হওয়ায় বিহার বিধানসভায় ১৪৩ আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নেয় রামবিলাস পাসোয়ানের দল লোকদল জনশক্তি পার্টি।
২০০৪ সালে মনমোহন সিংয়ের সরকারে ক্যামিকেল এবং ফার্টিলাইজার মন্ত্রী ছিলেন রামবিলাস পাসোয়ান। ১৯৮৯ এর ভিপি সিং প্রধানমন্ত্রী থাকাকালীন মন্ত্রীপদে ছিলেন তিনি। এরপর ১৯৯৬ সালে দেবেগোড়া সরকার থাকাকালীনও মন্ত্রী ছিলেন রামবিলাস পাসোয়ান। অটল জমানাতেও প্রথমে তথ্য প্রযুক্তি মন্ত্রকের দায়িত্বভার সামলেছেন। পরে কেন্দ্রীয় খনি মন্ত্রী ছিলেন তিনি।
ভারতীয় রাজনীতির সঙ্গে তার রাজনৈতিক কেমিস্ট্রি বেশ জটিল ছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘ সময় বিহারের হাজিপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন রামবিলাস।
২০০৫ সালে জনতা দল থেকে সরে গিয়ে গঠন করেন লোকদল জনশক্তি পার্টি। বিহারের দলিত এবং পিছিয়ে পড়া জাতির জন্য এলজেপির ভোটব্যাঙ্ক উল্লেখযোগ্য বলে দাবী করেন রাজনীতিবীদরা।
২০১৪ সালে সেই কেন্দ্র থেকে জয়লাভ করেন রামবিলাস পুত্র চিরাগ পাসোয়ান। সেবার জামুই লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন তিনি। ২০১৯ এও একই লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন রামবিলাস পাসোয়ান৷
কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Working together, shoulder to shoulder with Paswan Ji has been an incredible experience. His interventions during Cabinet Meetings were insightful. From political wisdom, statesmanship to governance issues, he was brilliant. Condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) October 8, 2020
টুইটারে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
केंद्रीय मंत्री रामविलास पासवान के निधन से देश ने एक दूरदर्शी नेता खो दिया है। उनकी गणना सर्वाधिक सक्रिय तथा सबसे लंबे समय तक जनसेवा करने वाले सांसदों में की जाती है। वे वंचित वर्गों की आवाज़ मुखर करने वाले तथा हाशिए के लोगों के लिए सतत संघर्षरत रहने वाले जनसेवक थे।
— President of India (@rashtrapatibhvn) October 8, 2020
শোক প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
रामविलास पासवान जी के असमय निधन का समाचार दुखद है। ग़रीब-दलित वर्ग ने आज अपनी एक बुलंद राजनैतिक आवाज़ खो दी।
उनके परिवारजनों को मेरी संवेदनाएँ।
— Rahul Gandhi (@RahulGandhi) October 8, 2020
শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
Deeply saddened to hear the news of the passing away of Ram Vilas Paswan Ji. He was a veteran politician, leader and a long-time Parliamentarian. My condolences to his family, colleagues and his many admirers.
— Mamata Banerjee (@MamataOfficial) October 8, 2020