দাদা-ভাইয়ের যুগলবন্দিতে তেতে উঠছে বাম শিবির

দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ সিপিএম বর্ধমানে দুদিন আগে ধুন্ধুমার বাঁধিয়ে দিয়েছিল। গেল বুধবার তাঁদের সে রূপ দেখে অনেকেই স্তম্ভিত, আলোচনা হচ্ছে সর্বত্র। কেউ বলছেন ঘুরে দাঁড়াচ্ছে লাল ঝান্ডা, আবার কারোর মতে এ সব ঔদ্ধত্যপূর্ণ আচরণ। এ

র‌ইমাঝে শুক্রবার কলেজ স্ট্রিটে তাদের ভাই, মানে এস‌এফ‌আই এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড় জমায়েত ও সাড়া জাগানো সমাবেশ করল। সেই সমাবেশে নানান রঙের সমাহার দেখা গিয়েছে। এখানে কোনও অশান্তি নয়, বরং আগামীর প্রত্যয়, দিন বদলের স্বপ্ন আরও একবার যেন ঝালিয়ে নিল ভবিষ্যৎ প্রজন্ম।

পাপ্পু কাহিনী ও টি-শার্টের জীবন

শনিবার এসএফআইয়ের সভায় সৃজন, প্রতীক উর, দীপ্সিতার মতো বর্তমান নেতৃত্ব যেমন বক্তব্য রেখেছেন, তেমনই সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসুও বক্তব্য রাখেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল বহুদিন পর আবার বামেদের বিভিন্ন কর্মসূচিতে মানুষের ঢেউ দেখা যাচ্ছে। সে দাদাদের জঙ্গি আন্দোলন হোক বা ভাইদের আগামীর স্বপ্নে নিজেদের তেতে নেওয়ার সমাবেশ, সবেতেই যেন আশাবাদ, প্রত্যয়ের ছায়া।

আর এই ছবি দেখে বাম সমর্থকরাও রীতিমতো উজ্জীবিত। অন্তত সোশ্যাল মিডিয়ায় তার আঁচ বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। অনেকেই এতোদিন সরাসরি মন্তব্য করতে ইতস্তত করছিলেন। তাঁরাও এবার যাবতীয় আগোল ভেঙে প্রকাশ্যে এসে নিজেদের রাজনৈতিক মত, পথ, ইচ্ছের কথা তুলে ধরছেন।

কোথাও কোনও জড়তা, অস্বস্তি নেই। এই দেখে সিপিএম নেতৃত্ব বলতে শুরু করেছে ‘হাওয়া ঘুরছে’। তবে সত্যিই হাওয়া ঘুরছে কিনা তা এখনই বলার সময় আসেনি। এর জন্য আরও কিছুটা অপেক্ষা করতেই হবে। যদিও বামেরা যে ধীরে ধীরে রাজ্য রাজনীতিতে আবার ছাপ ফেলতে শুরু করেছে তা অস্বীকার করার উপায়‌ও নেই।

সম্পর্কিত পোস্ট