তৃণমূলের জল মাপতে আস্থা ভোটে যেতে পারে বাম-কংগ্রেস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিধানসভায় শীতকালীন অধিবেশন ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আস্থা ভোটের সম্মুখীন হতে বললেন বামফ্রন্ট ও কংগ্রেস পরিষদীয় দল। অবিলম্বে অধিবেশন না ডাকলে ধর্নায় বসবেন বলে হুমকি দিয়েছেন বাম এবং কংগ্রেস শিবিরের বিধায়করা।
সূত্রের খবর, নবান্ন অথবা বিধানসভায় অবস্থান বিক্ষোভে বসতে পারেন দুই পক্ষের বিধায়করা। রাজনৈতিক মহলের মতে, এর আগে কংগ্রেস এবং বাম দল থেকে একাধিক বিধায়কদের সরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
ইদানিং তৃণমূল থেকে বিজেপিতে বিধায়কদের যাওয়ার যে হিড়িক পড়েছে, তাই এবার তৃণমূলের জল মাপতে চাইছেন বাম-কংগ্রেস বিধায়করা। তাই অধিবেশন শুরু হলে স্পিকারের কাছে আস্থা ভোটের দাবীতে সরব হবেন বিধায়করা।
গত বছরের লোকসভা এবং তার আগে থেকেই তৃণমূল থেকে দল ছাড়ার হিড়িক লেগে রয়েছে। একাধিক হেভিওয়েট তৃণমূল বিধায়ক ইতিমধ্যেই গেরুয়া শিবিরে গুরুত্বপূর্ণ পদও পেয়েছেন।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/mamata-announces-seaport-in-tajpur-agro-industrial-park-in-singur/
তার ওপর সম্প্রতি শুভেন্দু অধিকারী সহ একাধিক তৃণমূল বিধায়ক বিজেপিতে যাওয়ার তৃণমূলে যে ভাঙন ধরেছে তা একেবারে পরিষ্কার। তাই নতুন করে তৃণমূলে আশঙ্কা ধরাতে চাইছে বাম-কংগ্রেস বিধায়করা।
এর আগে এবিষয়ে চিঠি দিয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এবং বিরোধী দলনেতা আবদুল মান্নান।