করোনার প্রকোপে স্থগিত হতে চলেছে লোকসভা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার প্রকোপ এবার সংসদেও। শুরুতেই ১৭ জন সাংসদের শরীরে কোভিড-১৯ ভাইরাস মেলায় তাঁদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
সেই সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় সাংসদদের স্বাস্থ্য এর কথা মাথায় রেখে খুব শীঘ্রই লোকসভায় স্থগিতাদেশ জারি হতে চলেছে।
সংসদ অধিবেশনের স্থগিতাদেশ নিয়ে শনিবার বিজনেজ অ্যাডভাইসরি কমিটির সঙ্গে কথা বলে সরকার পক্ষ। সেখানে বলা হয় শুরুতে করোনা রিপোর্ট নেগেটিভ এলেও চলতি সপ্তাহে তিন সাংসদের করোনা রিপোর্ট পজিটিভ আসায় আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগে বিরোধী দলগুলির সঙ্গে এবিষয়ে কথা বলে সরকারপক্ষ। স্বাস্থ্যের কথা মাথায় রেখে লোকসভার অধিবেশন স্থগিত রাখার বিষয়ে সহমত পোষন করেছেন অনেকেই।
সূত্রের খবর, বুধবারের মধ্যেই স্থগিত হতে পারে লোকসভা। একই সিদ্ধান্তে হাঁটতে পারে রাজ্যসভাও।
বাদল অধিবেশনের শুরুতেই কোভিড টেস্টে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে ২৫ জনের দেহে করোনা ভাইরাসের সন্ধান মেলে। চলতি সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এবং প্রহ্লাদ যোশীর শরীরে করোনা পজিটিভ মেলে। শুক্রবার আক্রান্ত হন বিজেপির রাজ্যসভার সাংসদ বিনয় শাস্ত্রবুদ্ধি।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/all-the-roads-in-the-city-of-kolkata-will-be-healed-before-pujo/
সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই শুরু হয়েছে বাদল অধিবেশন। সংক্রমণ এড়াতে ব্যবহার করা হচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার। সাংসদদের মধ্যে ব্যবহার করা হচ্ছে কার্বন শিটের বিভাজিকা। দুটি শিফটে বসানো হয়েছে দুই কক্ষের অধিবেশন।
শারিরীক দুরত্ব বজায় রাখতে সংসদের গ্যালারিতে বসছেম সাংসদরা। কিন্তু তাতেও এড়ানো যাচ্ছে না সংক্রমণ। প্রতি ৭২ ঘন্টা অন্তর আরটিপিসিআর টেস্ট করা হচ্ছে সাংসদদের। সেখানেই ধরা পড়ছে সংক্রমণ।
চলতি অধিবেশনে ১১ টি বিল পাশের কথা ভেবেছিল সরকার। এখনও অবধি কৃষকদের জন্য মাত্র ৩ টি বিল পাশ করানো হয়েছে। বাকি বিলগুলো নিয়ে পরবর্তী অধিবেশনে আলোচনা হতে পারে।