শাহের ভার্চুয়াল সভার মূল লক্ষ্য বাংলার তখত, একযোগে জবাব অভিষেক-পার্থ-অরূপের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সংক্রমণ রুখে দিতে রাজ্য সরকার যখন সক্রিয়, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভার্চুয়াল সভা করে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারকে একহাত নিয়েছেন। সভা শেষের কয়েক ঘন্টার মধ্যেই এর তীব্র প্রতিবাদ শোনা গিয়েছে তৃণমূল শীর্ষ নেতাদের মুখে।
তাঁদের ভাষায়, অমিত শাহের ভার্চুয়াল সভার মূল লক্ষ্য বাংলার তখত । গােটা দেশ যখন করােনা সংক্রমণে জর্জরিত , তখন অমিত শাহের রাজনৈতিক সভাকে কড়া সমালােচনা করল তৃণমূল কংগ্রেস ।
মঙ্গলবার ভার্চুয়াল সভা শুরু হবার আগেই যুব তৃণমূল সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন , শ্রদ্ধেয় অমিত শাহজি , এই সংকটের সময় বাংলা নিয়ে আপনার থেকে কোনও কথা শুনতে পাইনি। কিন্তু আশা করি আজ আপনি উত্তর দেবেন, চিন আমাদের ভূমির অংশ দখল করছে কি না ?
সভার পরেই অভিষেকের দ্বিতীয় ট্যুইট, যথারীতি অমিত শাহজির বক্তব্যের কোনাে অর্থ নেই। উনি দিবাস্বপ্ন দেখছেন, তৃণমূলের বিদায়ের কথা উনি বলেছেন, আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, চিন কবে আমাদের সীমান্ত ছেড়ে চলে যাবে?
একই সঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও অমিত শাহের বক্তব্যের তীব্র সমালােচনা করেছেন। ট্যুইটারে তিনি লেখেন, রাজ্য যখন এই মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে , তখন অমিত শাহের কাছে কোনটি গুরুত্বপূর্ণ, মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। বাংলা এই মানুষদের মুখ মনে রাখবে, যাদের ভােটের খিদে ছাড়া আর কিছুই নেই।
কথা রাখলেন ফিরহাদ, মঙ্গলবার থেকেই কলকাতা সংলগ্ন জেলায় পুরসভার বিশেষ বাস চালু
কোটি কোটি টাকা খরচ করে বিজেপির ভার্চুয়াল সভাকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । বাম-কংগ্রেসের জোট বিজেপির পদলেহন করছে বলে তীব্র আক্রমণ করে এদিন টালিগঞ্জের বিধায়ক।
বলেন, কোটি কোটি টাকা খরচ করে ভার্চুয়াল সভা না করে, এই টাকা দিয়ে যদি শ্রমিকদের প্রথমেই নিয়ে আসা হত তাহলে ওদের এত সমস্যা হতাে না। ভার্চুয়াল সভা করুক, আর যাই করুক, বাংলার মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। নােট বন্দির খেলা থেকেই এই ভার্চুয়াল সভা হচ্ছে। বিজেপি চিরকাল ভার্চুয়াল থেকে যাবে। কংগ্রেস সিপিএম নিজেদের আদর্শ ত্যাগ করে বিজেপির পদলেহন করছে। বিজেপি গান গায়, কংগ্রেস আর সিপিএম তবলা বাজায়। বাম-রাম-কংগ্রেস জোটের প্রকৃত উদ্দেশ্য মানুষ বুঝে গেছে। করােনা পরিস্থিতি তে প্রতিটি মানুষের পাশে, আমফান দুর্গতদের পাশে আমরাই দাঁড়িয়ে রয়েছি।
এদিন দলের তরফেও ট্যুইটারে অমিত শাহের ভার্চুয়াল সভাকে তীব্র আক্রমণ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের ট্যুইটারে লেখা হয়েছে, যিনি ভারতের একতাকে বিপন্ন করেছেন, তিনি বাংলার সংস্কৃতি উদ্ধারের কথা বলছেন । তার মনে নেই, মমতা বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি পুনরুদ্ধার করেছিলেন, যা অমিত শাহের চোখের সামনে তারই দলের ছেলেরা ধ্বংস করেছিল ।