রবিবার এলাকায় সারপ্রাইজ ভিসিটে আসানসোলের মেয়র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত কয়েকদিন আগেই বাস চলাচল স্বাভাবিক করার কথা জানিয়েছে রাজ্য প্রশাসন। একইভাবে এলাকার সাফ সাফাই বিষয়গুলিও বিশেষভাবে নজর দিচ্ছে প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা।

সেসব বিষয় কে নজরে দেখে রবিবার ছুটির দিন এলাকার মানুষদের অভিযোগের প্রেক্ষিতে রানীগঞ্জের বাস স্ট্যান্ড ও চীন কুটি ময়দানে গড়ে ওঠা অস্থায়ী সবজি বাজার পরিদর্শন করলেন আসানসোল কর্পোরেশনের মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

এদিন প্রথমে তিনি বাসস্ট্যান্ডে হাজির হয়ে সমস্ত বিষয়ে খতিয়ে দেখেন। সেখানের শৌচাগার খতিয়ে দেখতে গিয়ে লক্ষ্য করেন বেহাল অবস্থার বিষয়। বাস স্ট্যান্ডের পাশেই পুরুষদের শৌচাগার খোলা অবস্থায় রয়েছে। একই ভাবে মহিলাদের শৌচাগারের দরজা ভাঙাচোরা অবস্থায় রয়েছে তা ব্যবহার উপযোগী নয়।

এই সকল বিষয় তিনি চাক্ষুষ করে নির্দেশ দেন ওই শৌচাগার গুলিকে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে। পরে বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয় ঘুরে দেখেন তিনি বাসস্ট্যান্ডের প্রতীক্ষালয় কোন স্বাচ্ছন্দ্য নেই। নেই কোন ফ্যানের ব্যবস্থা। অবিলম্বে সেখানে ফ্যান লাগানোর নির্দেশ দেন।

এই প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি অকপটে জানান শৌচালয়ের বেহাল অবস্থার কথা। মহিলা শৌচালয় সহ অন্য শৌচালয় বিশেষ ভাবে গড়ে তোলা তোলা হবে ও যাত্রী প্রতীক্ষালয় ও স্বাচ্ছন্দ্যের জন্য তিনি উদ্যোগ নেবেন বলেও জানান।

করোনা আবহে দুঃসাহসিক চুরি বালুরঘাটে, ৫ ভরি সোনা ও নগদ নিয়ে গায়েব দুস্কৃতিরা

এরপরই তিনি স্টেশন সংলগ্ন চিনকুটি ময়দান বা সার্কাস ময়দানের অস্থায়ী বাজারে পৌঁছান। সেখানে বেহাল অবস্থা খতিয়ে দেখে এক প্রকার বিরক্ত হয়ে পড়েন তিনি।

এলাকায় বিশেষ করে মাছ-মাংসের দোকানদারেরা অপরিচ্ছন্ন করে রেখেছে তা লক্ষ্য করে সেগুলি আগামীতে এলাকাটি সাফ সাফাই না হলে ব্যবস্থা গ্রহণ করা হবে এই হুঁশিয়ারি দেন দোকানদারদের।

একই ভাবে সবজি বাজারের চারপাশে জল জমা হয়ে কাদা হয়ে যাওয়া সবজি বাজারের বেহাল অবস্থা ও ক্রেতা বিক্রেতাদের অসুবিধার বিষয়টি লক্ষ্য করে সবজি বাজারের চারপাশে মাটি ফেলে এলাকাটিকে ব্যবহার উপযোগী করে তোলার হবে বলে জানান মেয়র।

এদিনের এই বিশেষ পর্যবেক্ষণে হাজির হন মেয়র ছাড়াও স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগৎ,বোরো চেয়ারম্যান সঙ্গীতা সারদা, বোরো দুইয়ের বাস্তুকার ইন্দ্রজিৎ কোনার, নবাব সিদ্দিকী প্রমুখ।

সম্পর্কিত পোস্ট