সৌরভের চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে মেডিকেল বোর্ড
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভালো আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সোমবার জানালো উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার ক্ষেত্রে আগামী পদক্ষেপ কি হবে তা নিয়ে সোমবার সকাল সাড়ে ১১ টায় বৈঠকে বসেছেন ৯ চিকিৎসকের মেডিকেল বোর্ড।
হাসপাতাল সূত্রের খবর, সৌরভের হৃদপিণ্ডের কার্যক্ষমতা পর্যালোচনা করার জন্য সকালেই ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। হৃদপিণ্ডে একটি স্টেন্ট বসানোর পর বাকি দুটি ব্লকেজের ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টের পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। সেবিষয়ে এফএফআর পরীক্ষা করা হবে। সেবিষয়েই বৈঠকে বসতে চলেছে মেডিকেল বোর্ড। বেলা ১ টা নাগাদ সমস্ত বিষয়টি জানা যাবে।
চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, সৌরভের রক্তচাপ এবং পালস্রেট স্বাভাবিক রয়েছে। হাসপাতাল সূত্রের খবর, মঙ্গলবার কলকাতায় আসছেন হৃদ বিশেষজ্ঞ দেবী শেট্টি। বাইপাস সার্জারি করার বিষয়ে মতামত দেবেন তিনি। যদিও মেডিকেল বোর্ডের তরফে জানানো হয়েছে, এখনই বাইপাসের কোনও প্রয়োজন নেই।
আরও পড়ুনঃ শহরে পা রেখেই ‘বহিরাগত’ তত্ত্ব নিয়ে শাসক দলকে খোঁচা অনুরাগ ঠাকুরের
এই মুহূর্তে উডল্যান্ডসের হৃদ চিকিৎসক সরোজ মন্ডলের নেতৃত্বে চিকিৎসা চলছে মহারাজের। মেডিকেল বোর্ডে রয়েছেন সরোজ মন্ডল, আফতাব খান, এসবি রায়, কার্ডিয়োথোরাসিক সার্জেন ভবতোষ বিশ্বাস, কার্ডিয়াক অ্যানাস্থেসিস্ট পলাশ কুমার ও আশিস পাত্র। সোমবার চিকিৎসার বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলবেন চিকিৎসকরা।
উল্লেখ্য, শনিবার বাড়িতে জিম করার সময় অসুস্থ হয়ে পড়েন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় হার্ট অ্যাটাক হয়েছে।
এদিন সৌরভের সঙ্গে ফোনে কথা বলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। কলকাতায় মহারাজের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।