কম্বল প্রদান অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নতুন বছরে কম্বল প্রদান অনুষ্ঠান , সঙ্গে প্রতিবাদ জানানো হলো NRC ও CAA প্রসঙ্গে। ঠান্ডা কে উপেক্ষা করে দরিদ্র মানুষের ভিড়। ঠাকুরপুকুর খ্রিস্টান পাথওয়েতে হয়ে গেলো এই বিষয়ে এক সভা। তৃণমূল কংগ্রেস এর আইএনটিইউসি এর দক্ষিণ ২৪ পরগনার সভাপতি শ্রী শক্তিপদ মন্ডলের সভাপত্বিতে , এবং পল্টু কুমারের আহ্বানে হয়ে গেলো এই অনুষ্ঠান।

প্রচারে থাকলো টেলারিং ওয়াক্সমান ইউনিয়ন ( inttuc ) , সহযোগিতায় ঠাকুরপুকুর খ্রিস্টান পাথওয়ে। . এদিন সন্ধে থেকেই ভিড় উপচে পড়েছিল ওই অঞ্চলে। সাংস্কৃতিক অনুষ্ঠান , সঙ্গে NRC ও CAA এর প্রসঙ্গে প্রতিবাদ , এই অনুষ্ঠানে হাজির থাকলেন রুপোলি জগতের তারকারাও। একে একে বক্তব্য রাখেন রাজনৈতিক বেক্তিক্ত থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা।

উপস্থিত থাকলেন অতনু প্রসাদ মিত্র , ইয়াসির হায়দার , রমেশ সিংহ , আশীষ লাল সিংহ , গোপীনাথ দাস , শর্মিষ্ঠা , সহ রুপালি জগতের সোমা , বিনায়ক প্রমুখ। সবার প্রথমে বক্তব্য রাখলেন সভাপতি শ্রী শক্তিপদ মন্ডল। সঙ্গে থাকলো সাংস্কৃতিক অনুষ্ঠান , গান ও নৃত্য পরিবেশন করে তপস্যা ডান্স গ্রুপ।

যা অনুষ্ঠানের বাড়তি মার্তা যোগ করে। নতুন বছরে কম্বল প্রদান অনুষ্ঠান এ যাদের কে ধন্যবাদ জানাতেই হয় তিনি হলেন ওই অঞ্চলের দীর্ঘদিনের লড়াকু সৈনিক , সমাজকর্মী তনু দি , সুমিত, সঞ্জয় , তাজু সোহো প্রত্যেককে। যাদের একতাই হয়ে গেলো এই সুন্দর অনুষ্ঠান।

অনুষ্ঠান শেষে সবাই কে ফুলের স্তবক দিয়ে আলাদা করে ধন্যবাদ জানালেন অনুষ্ঠানের আহ্বায়ক পল্টু কুমার। এই ভাবেই নতুন বছরে কম্বল প্রদান অনুষ্ঠান , সঙ্গে প্রতিবাদ জানানো হলো এনআরসি ও সিএএ প্রসঙ্গে, এতে যে জনসংযোগ বাড়লো তা বলাই বাহুল্য।

সম্পর্কিত পোস্ট