আগামী ৫ দিন ভারী বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দফতর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জি কে দাস জানিয়েছেন, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং আগামী ২৬ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি হবে।
এই সমস্ত জেলাগুলোতে আগামী কয়েক দিন সাত থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে। কিছু কিছু জায়গায় কুড়ি সেন্টিমিটার পর্যন্ত ও বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মালদায় ভারী বৃষ্টি হবে আগামী ২৬ জুন।
১ জুলাই থেকে খুলছে কালীঘাট মন্দির
তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের গুলোতে।
আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কলকাতা ,হাওড়া, হুগলি, নদীয়া ,মুর্শিদাবাদ ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান প্রভৃতি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
ফলে আগামী কয়েকদিন আকাশ থাকবে মেঘলা। সেই সঙ্গে, আগামী ২৬ জুন বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।