BIG BREAKING- দিল্লি বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার জঙ্গি সংগঠন জৈশ উল হিন্দের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লির ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করল জঙ্গী সংগঠন জৈশ উল হিন্দ। টেলিগ্রাম পোষ্টের মারফত জানানো হয়েছে ভবিষ্যতে আরও হামলার পরিকল্পনা করছে তারা।ইতিমধ্যেই ঘটনাস্থলে নমুনা সংগ্রহে পৌঁছেছে তদন্তকারী সংস্থা NIA।
উল্লেখ্য, শুক্রবার রাতে বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হয় একটি প্যাকেট। পুলিশের তরফে জানানো হয়েছে, প্যাকেটের গা থেকে একটি চিরকুট মেলে। তাতে লেখা ‘এটা ট্রেলার মাত্র’। চিঠিতে ইরানের জেনারেল কাসিম সোলেমনি এবং ইরানের পরমাণু বিজ্ঞানী মহসিন ফকরিজাদেইয়ের খুনের প্রসঙ্গ উঠে এসেছে। খুনের বদলা নিতেই এই হুমকি বলেই মনে করা হচ্ছে।
দিল্লি বিস্ফোরণের পর থেকেই ঘটনাস্থলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। জৈশ-উল-হিন্দ ঘটনার দায় স্বীকার করতেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটায় বঙ্গ সফর বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ইতিমধ্যেই আইএসআইএস(ISIS) জঙ্গিগোষ্ঠী তরফেও দাবি করা হয়েছে দিল্লির ইজরাইয়ালি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনার দায়। আদতে এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত কারা তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন তদন্তকারী অফিসাররা। বিস্ফোরণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হয়ে সরকারিভাবে কোনো কিছুই জানানো হয়নি।
পুলওয়ামায় রাতভর সেনা-জঙ্গি সংঘর্ষ, AK-47 সহ আত্মসমর্পণ দুই জঙ্গির
দিল্লি পুলিশের বিশেষ টিম গোটা ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধার হয়েছে একটি আইইডি ও ব্যাটারি। মনে করা হচ্ছে টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইজরায়েল প্রশাসনের তরফে জানানো হয়েছে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে সে দেশের প্রশাসন।
প্রসঙ্গত শুক্রবার ভারত ও ইজরায়েলের কূটনৈতিক সম্পর্কের ২৯ বছর পূর্ণ হওয়ার অনুষ্ঠান উদযাপন করা হচ্ছিল। ঠিক সেই সময় এই বিস্ফোরণে ওলট পালট করে দেয় সবকিছু।
বিষয়টি নিয়ে তদন্তের পাশাপাশি নিরাপত্তার দিক থেকে কোনরকম ফাঁকফোকর যাতে না থাকে সেদিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।