লোকাল ট্রেন ও মেট্রো চলবে কিনা তা রাজ্যের ওপরই ছাড়ল রেলমন্ত্রক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লোকাল ট্রেন ও মেট্রো রেল বর্তমান পরিস্থিতিতে চলবে কি না তা রাজ্যের উপরেই ছেড়ে দিল রেলমন্ত্রক। এই মুহূর্তে রাজ্যে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

এক্ষেত্রে রাজ্যে আসা শ্রমিক স্পেশালগুলিকেই এই সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করেছিল রাজ্য সরকার। এরপর সোমবার রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব স্পষ্টই জানিয়েছেন, কখন লোকাল ট্রেন ও মেট্রো রেল চালানো নিয়ে দায়িত্ব নিতে হবে রাজ্যকেই। রাজ্য যদি চায় তাহলে রেল মন্ত্রকের কোনও সমস্যা নেই।

তবে সামাজিক দুরত্ব সংক্রান্ত সব বিষয় দেখতে হবে রাজ্যকেই। এদিন সাংবাদিকদের বিনোদ কুমার যাদব বলেন, কোন রাজ্যের করোনা পরিস্থিতি কী, তা সংশ্লিষ্ট রাজ্য সরকারই সবচেয়ে ভাল বলতে পারবে।

ফলে সেই রাজ্য যদি অনুরোধ করে তাহলেই রেল লোকাল ট্রেন ও মেট্রো চালাবে। তবে রেলের তরফে লোকাল ট্রেন বা মেট্রো চালু করতে তাদের কোনও অসুবিধা নেই। উল্লেখ্য, সোমবার থেকেই মুম্বইতে ৩৪৬টি লোকাল ট্রেন চালানো শুরু করেছে পশ্চিম রেল।

পূর্বঘোষিত সূচিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে তো!

তবে লোকাল ট্রেনের অন্যতম ডিভিশন শিয়ালদা ও হাওড়া। এই ডিভিশনে কবে লোকাল ট্রেন চলবে, তা স্পষ্ট করে কেউ বলতে পারছেন না।

পাশাপাশি, মেট্রো রেল পরিষেবা কবে থেকে শুরু হবে, সেটাও স্পষ্ট করে বলা যাচ্ছে না। এই আবহে রেল বোর্ডের চেয়ারম্যানের এই মন্তব্য অত্যন্ত উল্লেখযোগ্য বটে। যদিও রাজ্যের পক্ষ থেকে এই নিয়ে কোনওরকম মন্তব্য করা হয়নি।

বর্তমানে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে লোকাল ট্রেন ও মেট্রো কবে থেকে চালু হবে, তার উত্তর রাজ্য সরকারের কাছেও নেই।

কারণ, পরিযায়ী শ্রমিকের আগমনের পর রাজ্যে যেভাবে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা তাতে বাঁধ দিতে না পারলে রাজ্যেরই সমস্যা। সেই কারণেই এখনই লোকাল ট্রেন কিংবা মেট্রো চালানোর পথে হাঁটবে না রাজ্য সরকার, মত ওয়াকিবহাল মহলের।

সম্পর্কিত পোস্ট