মুখ্যমন্ত্রীর জেলা সফরের মাঝেই আর্থিক দুর্নীতির অভিযোগ বিধায়কের বিরুদ্ধে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সামনেই পুরসভা নির্বাচন। আর তাই সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সভা করে মুখ্যমন্ত্রী চালু করলেন নতুন কর্মসূচী বাংলার গর্ব মমতা। এরপরই রওনা দেন মালদার উদ্দেশে। মঙ্গলবার কালিয়াগঞ্জে প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। বুধবারও রয়েছে কর্মীসভা।
মুখ্যমন্ত্রীর মালদা জেলা সফরের মাঝেই ফের প্রকাশ্যে এল দলের গোষ্ঠীকোন্দল। এবার বিধায়ক কোটার টাকা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ উঠল রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে।
এই বিষয়ে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু লাভ হয়নি তাতে। তাই এবার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করলেন এলাকারই আরেক তৃণমূল কর্মী।
আরও পড়ুনঃ বিরাট অঙ্কের টাকার তোলাবাজির অভিযোগ মালদহের দুই তৃণমূল নেতার বিরুদ্ধে
অন্যদিকে, বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে গ্রেফতারের দাবিতে সরব এলাকার জেলা পরিষদ সদস্যও। যদিও গোটা বিষয়টি নিয়ে রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় মুখ খুলতে নারাজ।
বিধায়কের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগঃ
মালদার রতুয়ার বাহারাল এলাকার তৃণমূল কর্মী শেখ আতাউলের অভিযোগ কংগ্রেসে থাকাকালীন বিধায়ক সমর মুখোপাধ্যায় মহানন্দ টোলা ও দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার কাজ ও নলকূপ বসানোর নাম করে তারই ঘনিষ্ঠ এনজিও সংস্থার মাধ্যমে ৫৬লক্ষ টাকা তুলে নিয়েছেন।
সেই সময় তাদের দলের পক্ষ থেকে জেলা শাসকের কাছে দুর্নীতির অভিযোগ জানানো হয়। কিন্তু রাতারাতি সমর বাবু দল বদলে তৃণমূলে নাম লেখান। এরপর থেকে তদন্তের কোনো অগ্রগতি হয়নি।
একপ্রকার বাধ্য হয়ে তারা এবার সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। এলাকার জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বিধায়কের বিরুদ্ধে। অবিলম্বে তাকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন। তাঁর আরও দাবি সমর মুখোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করা হোক।
এই ঘটনাকে কেন্দ্র করে আসরে নেমেছে বিজেপি। বিজেপির মালদা জেলা সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও কাটমানির অভিযোগ তুলেছেন।
প্রসঙ্গত, সোমবারই দুই তৃণমূল নেতা প্রসুন ঘোষ এবং চন্দন ঘোষের বিরুদ্ধে প্রায় ১ কোটি ৯৪ লক্ষ ৪০ হাজার টাকা তোলাবাজির অভিযোগ তোলে লরি মালিকদের সংগঠন গৌড় ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন।
মুখ্যমন্ত্রীর জেলা সফরের মাঝেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।