১৪ জুনের মধ্যেই বঙ্গে হাজির হবে বর্ষা, প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করার নির্দেশ রাজ্যের

দ্য কোয়ারি ডেস্ক: ১১ ই জুন রাজ্যে প্রবেশ করবে বর্ষা। তার আগেই একনাগাড়ে বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী।

আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হয়েছে নিম্নচাপ। সেইসঙ্গে ভরা কোটালের ভ্রুকুটি। রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও। কোথাও কোথাও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ১১ থেকে ১৪ জুনের মধ্যে এরাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ৯ জুনের মধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে বাঁধের কাজ শেষ করার কথা জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। ইয়াসের ফলে যে ক্ষতি হয়েছে তা দ্রুত সারিয়ে ফেলার নির্দেশ জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, এবছর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর তাতেই নতুন করে তৈরি হচ্ছে আতঙ্ক।

ইয়াসের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা গুলি এখনো সঠিকভাবে মেরামত করা যায়নি। তার উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হলে আরও বিপাকে পরবেন উপকূলবর্তী এলাকার মানুষরা।

রাজ্য সরকারের আশঙ্কা অতিবৃষ্টির ফলে নদীতে জল বাড়লে জোয়ারের জলে নদী বাঁধ গুলির ফাটল আরো বাড়তে পারে। প্লাবিত হতে পারে একের পর এক গ্রাম। তাই যত দ্রুত সম্ভব এই কাজ শেষ করার নির্দেশ জানানো হয়েছে।

ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় সাধারণ মানুষ এবং মাঠে কাজ করা কৃষকরা যাতে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পারেন সেজন্য জেলা প্রশাসন গুলিকে সচেতনতা প্রচার এর নির্দেশ জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট