কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেঃ বেচারাম মান্না

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে গান্ধি মূর্তির পাদদেশে ধর্ণায় বসল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দিন পর্যন্ত চলবে এই অবস্থান বিক্ষোভ।

কৃষিজ ফসল ও কৃষিকার্যে ব্যবহৃত সামগ্রী দিয়ে মঞ্চ সাজানো হয়েছে। ট্রাক্টর, লাঙল, ধান, কুলো, কচি ধান গাছ ও সবজি নিয়ে কৃষকদের এই অবস্থান শুরু হয়েছে।

জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে এদিনের কর্মসূচির সূচনা করেন পশ্চিমবঙ্গ কিষাণ ও ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসেরের রাজ্য সভাপতি তথা বিধায়ক বেচারাম মান্না। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা কর্মসূচিতে যোগ দিয়েছেন।

কেন্দ্রের নয়া কৃষি আইন দেশের কৃষকদের চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে। এই আইন দেশে ফের দুর্ভিক্ষ ফিরিয়ে আনবে।  এদিনের অবস্থান মঞ্চ থেকে অভিযোগ করেন তৃণমূলের কৃষক নেতারা।

উপস্থিত ছিলেন দলের শীর্ষনেতারা। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি থেকে শুরু করে, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিদ্যু‍ৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-সহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/shuvendu-life-is-in-danger-followers-to-the-palace-than-security/

এদিন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, কৃষকরা আমাদের ভিত্তি। তাঁদের ওপর কোনও অবিচার আমাদের দল তৃণমূল কংগ্রেস মেনে নেবে না।

অন্য দিকে বেচারাম মান্না বলেন, “কৃষি হচ্ছে মা। চক্তি চাষের মধ্য দিয়ে মাকে বন্ধক রাখতে আমরা চাইছি না। তাই এই প্রতিবাদ। অতীতে যখন কৃষকরা বিপদে পড়েছে পাশে দাঁড়িয়েছেন মমতা। তাঁর নেতৃত্বেই সিঙ্গুর নন্দীগ্রামে আমরা আন্দোলন করেছি। আগামীতেও আমরা একইভাবে কৃষকের পাশে থাকব। কেন্দ্রের কালা আইন আমরা কোনওভাবেই মানব না।”

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tmc-party-not-on-the-side-of-the-mp-subrata-mukherjee-clarified-the-position/

এদিকে একই ইস্যুতে এদিন বেহালায় ধরণায় বসেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তিনি বলেন, “ভারত কৃষিপ্রধান দেশ। বাংলা কৃষি প্রধান রাজ্য। ৭০ ভাগ মানুষ এখানে কৃষিজীবী। কৃষকদের মুখের গ্রাস কেড়ে নিয়ে, তাঁদের পেটে লাথি মেড়ে ব্যবসাদারদের যে সুযোগ করে দিচ্ছে আমরা তাঁর বিরোধী। আমরা কৃষকদের রক্ষা করতে চাই। অন্যদিকে, বিজেপি তাঁদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে।”

সম্পর্কিত পোস্ট