নারদ মামলায় চার নেতার সঙ্গে যুক্ত করা হল মুখ্যমন্ত্রীর নাম
দ্যা কোয়ারি ডেস্ক: নারদ মামলায় ফের নাটকীয় বদল। মামলায় যুক্ত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের নাম যুক্ত করল সিবিআই।
বুধবার নারদকাণ্ডের শুনানি ছিল কলকাতা হাইকোর্টে৷ শুনানির আগে মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং সাংসদকে পক্ষ করল সিবিআই। এই মর্মে হাইকোর্টের কাছে সিবিআইয়ের তরফে নোটিশ দেওয়া হয়েছে বলে খবর৷
সোমবার নারদকাণ্ডে গ্রেফতার করা হয় চার নেতা ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র এবং সুব্রত মুখার্জীকে৷ এর পরেই নিজাম প্যালেসের ১৫ তলায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গোটা ঘটনাকে বেআইনি বলে দাবী করেন তিনি৷
সিবিআইয়ের তরফে বলা হয়, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য তৃণমূল নেতারা যেভাবে নিজাম প্যালেসের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেছেন, তাতে এই রাজ্যে মামলার অগ্রগতি হওয়া সম্ভব নয়। তাই অন্য রাজ্যে মামলা নিয়ে যেতে চান তাঁরা।
একইসঙ্গে আইনমন্ত্রী মলয় ঘটকের বিষয়ে বলেন, আদালতে আইনমন্ত্রী সহ একাধিক মন্ত্রী উপস্থিত থেকে আদালতকে প্রভাবিত করেছেন। হাইকোর্টের কাছে এই মর্মে আবেদন জানিয়েছেন সিবিআই আধিকারিকরা।
সোমবার চার নেতাকে গ্রেফতারের পর বুধবার দুপুর দুটো থেকে শুরু হবে মামলার শুনানি। প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চের শুরু হবে মামলা।
সিবিআইয়ের পক্ষে উপস্থিত থাকতে পারেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। অন্যপক্ষে উপস্থিত থাকার কথা রয়েছে অভিষেক মনু সিংভির।