কিষাণ সম্মান নিধি প্রকল্পে বাদ পড়েছে সাড়ে ৯ লক্ষ কৃষকের নাম

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় সরকারের কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত। এই প্রকল্পে রাজ্যের পাঠানো প্রায় কয়েক লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে। আর এ খবর পেয়েই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সুত্রে এমনই জানা গিয়েছে।

সর্বশেষ খবর, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই এই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে সব মিলিয়ে প্রায় সাড়ে ৪৬ লক্ষ কৃষকের নাম পাঠিয়েছিল এ রাজ্য। তার মধ্যে কোনও এক অজ্ঞাত কারণে সাড়ে ৯ লক্ষ আবেদনকারীর নাম বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

কিন্তু এই সাড়ে ৯ লক্ষ কৃষকের নাম কেন বাদ পড়ল তার কোনও সদুত্তর পাওয়া যায়নি। এই খবরেই ব্যাপক চটেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কেন এতগুলি আবেদন একলপ্তে বাতিল করা হল, কারণ জানতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিতে চলেছে রাজ্য। তাতেও সমাধান না হলে মুখ্যমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতেও পারেন।

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলি ও হাওড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

কৃষকদের জন্য রাজ্য সরকার ‘বাংলা শস্য বীমা’ চালু করেছে ২০১৯ সালে। ২০২০ সালের খরিফ মরশুমে ৬৩ লক্ষ ২২ হাজার কৃষক এর আওতায় এসেছেন। বীমার সুবিধা পেয়েছেন ৩ লক্ষ ৫০ হাজার ৮১৬ জন। ২০২০ সালের রবি মরশুমে ৫৩ লক্ষ কৃষক এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন । সব মিলিয়ে গত বছর শস্য বীমা খাতে কৃষি দপ্তর ১০৬ কোটি ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

সোমবার তিনি বলেন, ‘সম্প্রতি জেলা স্তরে কৃষি আধিকারিক, বীমা সংস্থা, নাবার্ড, ওয়েবেল, সমবায় দপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক হয়। কৃষিমন্ত্রী বলেন, ‘বীমা প্রকল্পটি যাতে সমস্ত কৃষকের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দেওয়া যায়, তার রূপরেখা তৈরি করতেই এই বৈঠক হয়।’ ২০২১ এর ৩১ আগস্ট পর্যন্ত কৃষকরা নাম নথিভুক্ত করতে পারবেন ।

মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০১৯ সালে, খরিফ মরশুম থেকে রাজ্য সরকার ‘বাংলা শস্য বীমা’ নামে এই প্রকল্প চালু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারনে ফসলের ক্ষতি হলে কৃষকরা যাতে যথোপযুক্ত ক্ষতিপূরণ পান সেই উদ্দেশ্যেই এই বীমা চালু করা হয়েছে। এটি সম্পূর্ণ রূপে রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প। প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়।

সম্পর্কিত পোস্ট