নতুন আইন একুশ শতকে কৃষকদের নতুন পথ দেখাবে, যারা বঞ্চিত ছিল তারা এবার লাভবান হবেনঃ প্রধানমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার রাজ্যসভায় পাশ হয়েছে দুটি কৃষি আইন। যা নিয়ে রীতিমতো সংসদের ভিতরে তোলপাড় শুরু হয়। সোমবার সংসদের ৮ সাংসদকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়। সকাল থেকে বাইরে ধর্না দিতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা।
প্রধানমন্ত্রীকে ভার্চুয়াল মাধ্যমে এসে আশ্বাস দিতে হয় নতুন বিল সবজি মান্ডিগুলোর অধিকার কেড়ে নেবে না। আর কৃষকের কথায় সরকার বদল আনুক এই বিলে।
কেন্দ্র সরকারের আনা তিন বিলের দুটি পাশ হয়েছে। যা নিয়ে আগে থেকেই প্রতিবাদে সরব হন হরিয়ানা এবং পাঞ্জাবের বিপুল সংখ্যক কৃষকরা। প্রতিবাদে পথেও নামেন তাঁরা।
সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমি আশ্বাস দিচ্ছি সবজি মান্ডিগুলোর কোনও ক্ষতি হবে না। যারা বলছে নতুন আইনে কৃষি মান্ডি গুলোর ক্ষতি হবে, তাঁরা মিথ্যা কথা বলছে।নতুন আইন একুশ শতকে কৃষকদের নতুন পথ দেখাবে। যারা বঞ্চিত ছিল তারা এবার লাভবান হবেন।
সংসদে তিনটি অধ্যাদেশ জারি করেছিল মোদি সরকার। সেগুলি হল, ১) কৃষি পণ্যের বাণিজ্য সংক্রান্ত অধ্যাদেশ, ২) কৃষি পরিষেবা এবং কৃষি পণ্য মূল্যের নিশ্চয়তা এবং ৩) অত্যাবশকীয় পণ্য আইন সংশোধন। নতুন এই বিলের বিরুদ্ধে সরব হয়ে ১৭ টি কৃষক সংগঠন।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bjp-is-killing-democracy-mamata/
বিলের বিরোধিতায় সরব হন তৃণমূল, এসপি, বিএসপি, সিপিআই, সিপিআইএম এবং আম আদমি পার্টি এমনকি বিজেডি এবং টিআরএস দলের সাংসদরা।
কৃষকদের কথায়, নতুন আইনে দেশের কৃষিব্যবস্থাকে বেসরকারিকরণের চেষ্টা করছে সরকার। যার ফলে বিপদের সম্মুখীন হতে হবে ছোট চাষীদের। আর বেসরকারিকরণের ফলে সঠিক উৎপাদন মূল্য থেকে বঞ্চিত হবেন কৃষকরা।