২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা অপেক্ষাকৃত কম, আজই রাজ্যে আসছে সাড়ে ৩ লক্ষ কোভিশিল্ড
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গোটা দেশে চড়চড়িয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 3 লক্ষ 66 হাজার 161 জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল দু কোটি 26 লাখ 62 হাজার 575।
24 ঘন্টায় বেড়েছে সুস্থতার হার ।এক দিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3 লক্ষ 53 হাজার 818 জন। মোট 1 কোটি 86 লক্ষ 71 হাজার 222 জন এখনো পর্যন্ত করোনা জয় করে বাড়ি ফিরেছেন। মৃত্যু হয়েছে 2 লক্ষ 46 হাজার 116 জনের।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা দেশেই ভ্যাকসিনের হাহাকার পড়ে গিয়েছে। প্রথম ডোজ নেওয়ার পর অনেকেই আর দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। আবার অনেকেই রয়েছেন যারা প্রথম ডোজ টাও নিতে পারছেন না।
কো- ভ্যাকসিন ও কোভিশিল্ড মিলিয়ে কয়েক লক্ষ টাকার অর্ডার দিয়েছিল পশ্চিমবঙ্গ। তার মধ্যে রবিবার 1 লক্ষ ভ্যাকসিনের ডোজ এসে পৌঁছেছে রাজ্যে। অন্যদিকে সোমবারই আরও সাড়ে তিন লক্ষ কোভিশিল্ড টিকার ডোজ রাজ্যে আসবে বলে জানা গিয়েছে। সোমবার 3:40 নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌছবে টিকা।
রাজ্যের প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে মামলার অনুমতি রাজ্যপালের
মোট 14 লাখ কোভিশিল্ডের অর্ডার দিয়েছে রাজ্য। সুতরাং পরেও আরও টিকা এসে পৌঁছানোর কথা রয়েছে রাজ্যে।
তথ্য অনুযায়ী, দৈনিক প্রায় 25 লক্ষ টিকা উৎপাদন করার ক্ষমতা রয়েছে দেশের। তবে চাহিদা অনেকটাই বেশি। উৎপাদন ক্ষমতা যতক্ষণ না আরও বাড়ানো হবে দেশীয় পদ্ধতিতে ততক্ষণ এই ঘাটতি চলতেই থাকবে।
রবিবারের পর সোমবার কলকাতাসহ জেলার বিভিন্ন প্রান্তে সকাল থেকেই টিকা নিয়ে হয়রান হতে দেখা গেল সাধারণ মানুষকে।