লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ২৪ ঘন্টায় পার ৫৭ হাজার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছে ৫৭,১১৮।
এই নিয়ে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৬,৯৫,৯৮৮। কিন্তু সুস্থতার হার ৬৪.৫২ শতাংশ। সুস্থ হয়েছেন ১০.৯৪ লক্ষ জন।
করোনা সংক্রমণে ভারতে গত ২৪ ঘন্টায় মৃত ৭৬৪ জন। মোট মৃতের সংখ্যা ৩৬,৫১১ জন।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএম আর) এর রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৫,২৫,৬৮৯ জনের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১১ হাজারের অধিক। মোট আক্রান্ত ৪,১১,৭৯৮ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা ২,৩৯,৯৭৮ জন।
শুক্রবার উত্তরপ্রদেশে নতুন করে ৪৪৫৩ জন আক্রান্ত হন। মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাড়ায় ৮৫,৪৬১। ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৪৩ জন।
উত্তরপ্রদেশের বেশীরভাগ কোভিড সংক্রমণ ধরা পড়েছে লক্ষ্নৌতে। আক্রান্তের সংখ্যা ৫৬২। কানপুরে আক্রান্ত ৩২১ জন, বারেলিতে আক্রান্ত ২৯৫ জন, প্রয়াগরাজে আক্রান্তের সংখ্যা ২৩১ জন।
প্রদেশ কংগ্রেস সভাপতির দৌড়ে এগিয়ে অধীর চৌধুরী?
শুধুমাত্র জুলাই মাসে উত্তরপ্রদেশে করোনা আক্রান্ত হয়েছে প্রায় ৬২ হাজার মানুষ। যা আগের তুলনায় ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।
জুলাই মাসে উত্তরপ্রদেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৯০০। যা মোট মৃত্যুর সংখ্যায় ৫৭ শতাংশ।
জুলাই মাসে ২৩.২৫ লক্ষ মানুষের শরীরে করোনার টেস্ট করা হয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার প্রায় দেড় লক্ষ মানুষের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন মুখ্যসচীব অমিত মোহন প্রসাদ।
গত তিন দিনে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি। মোট আক্রান্তের সংখ্যা ১,৪০,৯৩৩ জন।
বৃহস্পতিবার দিল্লিতে আনলক-৩ এর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
নতুন নিয়মে হোটেল এবং সাপ্তাহিক বাজার খোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর নয়া নিয়মে দ্বিমত প্রকাশ করেন করেন লেফটেন্যান্ট গভর্নর অনীল বৈজয়ল।