রাজ্যে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা, সরকারী কর্মচারীদের জন্য জারি নয়া নির্দেশিকা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে করোনার করাল গ্রাস অব্যাহত। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত বুলেটিন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ৩৭২ জন। রাজ্যে এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৮৫ জন। গত ২৪ ঘন্টায় রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।

যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জন। এরমধ্যে ২৬৫ জনই কলকাতার।

হাওড়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৮ জন। বীরভূমে ২৯। উত্তর ২৪ পরগনায় আরও ২৮ জন নয়া করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত আরও ২২।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৪ হাজার ১৩৯ জন।

অন্যদিকে রাজ্যে উত্তরত্তোর করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আগামী ৩০ জুন পর্যন্ত নতুন করে লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গত মানুষের পাশে দাঁড়াতে নামছে বাংলার যুবশক্তি

রাজ্য সরকারী কর্মচারীদের অফিসে হাজিরার বিষয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

অর্থ দফতর জানিয়েছে, জ্বর, সর্দি, কাশির উপসর্গ থাকলে অফিসে আসার প্রয়োজন নেই ।

কনটেইনমেন্ট জোনের বাসিন্দাদের এখন অফিসে আসতে হবে না। নিরাপদ এলাকায় রূপান্তরিত না হওয়া পর্যন্ত কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন।

অফিসে, ১০ জনের বেশি এক সঙ্গে থাকা যাবে না। দুরত্ব রক্ষা করতে প্রয়োজনে ৭০ শতাংশের উপস্থিতি কমানো যেতে পারে বলে সংশোধিত নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

ই-অফিসের পাশাপাশি কর্মীদের নিরাপত্তায় মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার আবশ্যক করতে বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট