বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, দক্ষিণ দিনাজপুরে চালু হল আরও একটি কোভিড হাসপাতাল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা রোগীর সংখ্যা লাফিয়ে বাড়তেই নড়েচড়ে বসেছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর। কোভিড হাসপাতালের পাশাপাশি এবার অ্যানেক্স কোভিড হাসপাতাল চালু করছে জেলা প্রশাসন।
বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রের দ্বিতলে কোভিড এনেক্স নামক হাসপাতালটি করা হচ্ছে। শারীরিক অবস্থার নিরিখে এবার থেকে এই কোভিড অ্যানেক্স হাসপাতালে ভর্তি রাখা হবে করোনা রোগীদের।
জানা গিয়েছে, এপ্রিলের শুরুতে দক্ষিণ দিনাজপুর জেলায় একটি মাত্র কেভিড হাসপাতাল চালু হয়। বালুরঘাটে প্রয়াস আত্রেয়ী নামক একটি চক্ষু চিকিৎসা কেন্দ্রের কিছু ঘর নিয়ে ৩০ শয্যার এই হাসপাতাল চালু করে জেলা স্বাস্থ্য দফতর।
এদিকে মে মাসের মাঝামাঝি জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী ধরা পড়ে। ধীরে ধীরে তা বেড়েছে। সোমবার পর্যন্ত ২৬ জন আক্রান্তর হদিশ মিলেছে এখানে।
যদিও তাদের মধ্যে ৬ জন ছাড়া পেয়েছে এই মুহূর্তে। জেলায় এখন লাফিয়ে বাড়ছে করোনো রোগীর সংখ্যা। সেই দিকে নজর রেখেই এবার বালুরঘাটে ফের আরেকটি কেভিড হাসপাতাল খুলছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর।
বালুরঘাট কোভিড হাসপাতালের মোট শয্যা রয়েছে ২৫টি। যার মধ্যে তিনটি সিসিইউ যুক্ত। নতুন করে আক্রান্ত হলে কোথায় রাখা হবে এই নিয়েই এদিন জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুকুমার দে সহ অন্যান্য জেলা প্রশাসনিক আধিকারিক ও স্বাস্থ্য আধিকারিকরা।
রাজনীতির নতুন বোড়ে করোনা ও আমফান, আমজনতা যেন ডুবে থাকা বাদাম গাছ
বৈঠকে সিদ্ধান্ত হয় আইসোলেশন সেন্টারে উপরের তলায় অ্যানেক্স কোভিড হাসপাতাল চালু করা হবে। যেখানে ইতিমধ্যে ৬৫ টি শয্যা রয়েছে। আইসোলেশন সেন্টারে রোগীর সংখ্যা কমে যাওয়ায় সেখানেই কোভিড হাসপাতাল চালুর চিন্তাভাবনা করেছে প্রশাসন।
সোমবার জেলা পর্যায়ের বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের দ্বিতলে কেভিড এনেক্স হাসপাতালে মোট ৬৫ টি শয্যার বেড রাখা হয়েছে করোনা রোগীদের জন্য।
দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, আইসিএমআর এর গাইড লাইন অনুযায়ী সব করোনা রোগীকে কেভিড হাসপাতালে রাখা হবেনা।
শারিরীক অবস্থার নিরিখে এবার থেকে নাট্য উৎকর্ষ কেন্দ্রের কোভিড এনেক্স হাসপাতালে ভর্তি রাখা হবে।
এছাড়া উপসর্গ থাকা গর্ভবতীদের জন্য বালুরঘাট ও গঙ্গারামপুরে আইসোলেশান ওয়ার্ড খোলা হয়েছে।
পাশাপাশি করোনা টেষ্টের জন্য এবার গঙ্গারামপুরে একটি ট্রুনাট মেশিন বসানো হচ্ছে।